কয়েক বছর আগে পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ট্রফি জিততে না পারায় কটাক্ষের মুখে পড়তে হত লিওনেল মেসিকে। তবে এখন পরপর খেতাব জিতে চলেছেন এই তারকা।
চোট পেয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়ার পর রিজার্ভ বেঞ্চে বসে শিশুর মতো কাঁদছিলেন। চোখ-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন। নিজে সারা ম্যাচ খেলে, গোল করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন লিওনেল মেসি। চোট বাধা হয়ে দাঁড়ানোয় তিনি হতাশায় ভেঙে পড়েন। তবে সেই যন্ত্রণা বেশিক্ষণ স্থায়ী হল না। কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর চোখে জল নিয়েই উচ্ছ্বসিত হয়ে ওঠেন মেসি। তখন তাঁর মুখে হাসি দেখা যায়। শূন্যে দুই হাত ছুড়ে দিয়ে আনন্দে মেতে উঠলেন আর্জেন্টিনার অধিনায়ক। ট্রফি হাতে নেওয়ার পর সতীর্থদের সবার সঙ্গে উল্লাসে মেতে উঠলেন মেসি। তবে ট্রফি হাতে নেওয়ার পর তাঁর মুখে হাসি থাকলেও, চোখে জল দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
শিশুদের মাঝে মেসি
আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে নেমে পড়ে বেশ কয়েকজন শিশু। তাদের সবারই পরনে ছিল মেসি ও ১০ লেখা জার্সি। তারা একসঙ্গে গিয়ে মেসিকে জড়িয়ে ধরে। এই শিশুদের মধ্যে মেসির নিজের সন্তানও ছিল। তাকে কোপা আমেরিকার পদক দেন মেসি।
আর্জেন্টিনার হয়ে চতুর্থ খেতাব মেসির
সোমবার আর্জেন্টিনার হয়ে চতুর্থবার কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন মেসি। এবারের কোপা আমেরিকায় মাত্র এক গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। সেমি-ফাইনালে কানাডার বিরুদ্ধে দলের দ্বিতীয় গোল করেন মেসি। ফাইনালে পুরো ম্যাচ খেলতে পারলেন না। কিন্তু তা সত্ত্বেও মেসিই আর্জেন্টিনার নায়ক। তাঁকে ট্রফি জেতানোর জন্যই খেলছিলেন সতীর্থরা। অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলের পরেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়। এরপরেই মেসির অভিব্যক্তি বদলে যায়। যন্ত্রণার হাসির বদলে তখন তাঁর চোখে আনন্দাশ্রু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Angel Di Maria: চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন, চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ার, দেখুন ভিডিও
Copa America Final: অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোল, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Copa America Final Updates: কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা