কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই দুর্দান্ত লড়াই দেখা গেল। মাঠের বাইরে সংঘর্ষ হলেও, মাঠের পরিস্থিতি শান্তই ছিল।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে পরিবর্ত লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার খেতাব জিতলেন লিওনেল মেসিরা। রেকর্ড ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়েকে ছাপিয়ে গেল আর্জেন্টিনা। গতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ জিতেছেন মেসিরা। ফের কোপা আমেরিকা জিতলেন তাঁরা। এটাই আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে সেরা সময়। অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে গেল লিওনেল স্কালোনির দল। অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন মেসি। দেশের হয়ে শেষ ম্যাচে জয় পেলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন।
মেসির চোখে জল
কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। রিজার্ভ বেঞ্চে বসেই বাকি ম্যাচ দেখতে হয় তাঁকে। নিজে গোল করতে না পারলেও, সতীর্থরা দেশকে ফের খেতাব এনে দেওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষ হতেই মেসির চোখে জল দেখা যায়। আনন্দাশ্রু দেখে সারা বিশ্বে ছড়িয়ে থাকা মেসি-অনুরাগীরাও চোখের জল ধরে রাখতে পারছেন না। ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার হারের পর দুঃখে কেঁদেছিলেন মেসি। সোমবার দল চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে কাঁদতে দেখা গেল তাঁকে।
লড়াই করে জয় আর্জেন্টিনার
কলম্বিয়ার বিরুদ্ধে এদিন কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হয় আর্জেন্টিনাকে। ম্যাচের শুরু থেকেই মেসিদের সঙ্গে টক্কর দিচ্ছিলেন জেমস রডরিগেজরা। একাধিক সহজ সুযোগ নষ্ট করে কলম্বিয়া। না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। তবে মেসি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হওয়ার পরেও যেভাবে লড়াই করে জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পরপর ২ বার কোপা আমেরিকা জেতার পর এবার ২০২৬ সালের বিশ্বকাপের দিকে নজর আর্জেন্টিনার। সেই প্রতিযোগিতার পরেই হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাবেন মেসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Copa America Final Updates: কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Copa America Final: স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা, ৮২ মিনিট দেরিতে শুরু কোপা আমেরিকা ফাইনাল