সংক্ষিপ্ত

সারা কেরিয়ারে লিওনেল মেসির ছায়ায় থাকতে হয়েছে। তা সত্ত্বেও নিজের জাত চিনিয়েছেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। সোমবার আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেললেন তিনি।

১৬ বছরের কেরিয়ার শেষ। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে তবেই জাতীয় দল থেকে সরে গেলেন এই তারকা। দীর্ঘ কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন ডি মারিয়া। ২০১৪ সালে বিশ্বকাপে রানার্স হওয়ার পর ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ডি মারিয়া। লিওনেল মেসির ঔজ্জ্বল্যেও ফিকে হয়ে যাননি তিনি। স্বকীয় দক্ষতার সুবাদে ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন ডি মারিয়া। কোপা আমেরিকা ফাইনালে অতিরিক্ত সময়ের শেষদিকে তাঁকে তুলে নিয়ে নিকোলাস ওটামেন্ডিকে মাঠে নামান আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় ডি মারিয়ার চোখে জল দেখা যায়। দর্শকদের অভিবাদন জানিয়ে তিনি মাঠ ছাড়েন। দল চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি এই তারকা।

ডি মারিয়াকে বিশেষ সম্মান মেসির

কোপা আমেরিকা ফাইনালে ডি মারিয়ার পাশাপাশি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেললেন নিকোলাস ওটামেন্ডিও। ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক হিসেবে ট্রফি নিতে যান মেসি। তবে তিনি ট্রফি নেওয়ার পর ডি মারিয়া, ওটামেন্ডিকে ডেকে নেন। আর্জেন্টিনার এই ৩ তারকা একসঙ্গে ট্রফি হাতে দলের বাকিদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। মেসির অনুরাগীরা এই ভিডিও দেখে আপ্লুত।

 

 

আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ ডি মারিয়ার

আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন ডি মারিয়া। তিনি নিজে যত গোল করেছেন, সতীর্থদের দিয়ে তার চেয়ে বেশি গোল করিয়েছেন। এই তারকা উইঙ্গারের পরিবর্ত পাওয়া কঠিন। ভবিষ্যতে ডি মারিয়ার অভাব অনুভব করতে পারে আর্জেন্টিনা দল।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Copa America Final: অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোল, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Copa America Final Updates: কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Copa America Final: স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা, ৮২ মিনিট দেরিতে শুরু কোপা আমেরিকা ফাইনাল