বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তাঁর চেয়ে স্পেনের কিশোর ল্যামিন ইয়ামালকে এগিয়ে রাখছেন স্পেনের এই ফুটবলারের বাবা।

মা শেইলা ইবানার কোলে ছোট্ট ল্যামিন ইয়ামাল। এই শিশুকে স্নান করানো হচ্ছে, তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়েছে, শিশুকে কোলে তুলে নিয়েছেন লিওনেল মেসি। ২০০৭ সালে তোলা এই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, মেসির কাছ থেকে আশীর্বাদ পেয়েই স্পেনের হয়ে চলতি ইউরো কাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ইয়ামাল। কিন্তু এই কিশোর ফুটবলারের বাবা উল্টো কথা বলছেন। মুনির নাসরাউই দাবি করছেন, ‘জীবনে অনেক কাকতালীয় ঘটনা ঘটে। এই ছবি তোলাও তেমনই কাকতালীয় ঘটনা। ল্যামিনকে লিও আশীর্বাদ করেছিল না লিওকে ল্যামিন আশীর্বাদ করেছিল? হয়তো ল্যামিনই মেসিকে আশীর্বাদ করেছিল। আমার কাছে আমার ছেলেই সেরা। ল্যামিন সবার চেয়ে আলাদা। ও অন্যদের আগেই পরিণত হয়ে ওঠে। স্পেন, লা মাসিয়া, বন্ধুদের জন্যই ও এই জায়গায় পৌঁছতে পেরেছে।’

ছোটবেলা থেকে মেসিকে দেখে বড় হয়েছেন ইয়ামাল

২০০৭ সালের ১৩ জুলাই জন্ম হয় ইয়ামালের। সেই সময় বার্সেলোনার তরুণ তারকা মেসি এই শিশুর সঙ্গে ছবি তোলেন। জোয়ান মনফর্ট নামে এক চিত্রগ্রাহক এই ছবি তোলেন। ইউনিসেফের সঙ্গে ক্যাতালান সংবাদপত্র দিয়ারিও স্পোর্টের যৌথ উদ্যোগে চ্যারিটি ক্যালেন্ডারের জন্য শিশুদের সঙ্গে ছবি তোলেন বার্সেলোনার ফুটবলাররা। সেই সময়ই ইয়ামালকে কোলে নিয়ে ছবি তোলেন মেসি। পরেও ইয়ামালের সঙ্গে দেখা হয় মেসির। ছোটবেলাতেই লা মাসিয়ায় যোগ দেন ইয়ামাল। তিনি মেসিকে দেখে বড় হয়েছেন। এবারের ইউরো কাপে স্পেনের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছেন ইয়ামাল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে মেসির ছবি ছড়িয়ে পড়েছে।

Scroll to load tweet…

জন্মদিনের পরেই ইউরো কাপ ফাইনাল খেলবেন ইয়ামাল

শনিবার ১৭ বছর পূর্ণ করছেন ইয়ামাল। এরপর রবিবার রাতেই তিনি ইউরো কাপ ফাইনাল খেলতে নামছেন। ইংল্যান্ডকে হারিয়ে স্পেনকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করাই ইয়ামালের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Copa America: গোল পেলেন মেসি, কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা

Lionel Messi: কয়েক মাসের অপেক্ষা, ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি! উত্তেজনার প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা

Lionel Messi: সামনে শুধু রোনাল্ডো, আন্তর্জাতিক ম্যাচে গোলের সর্বকালীন রেকর্ড ভাঙতে পারবেন মেসি?