Copa America Final: রাত পোহালেই কোপা আমেরিকা ফাইনাল, দেশের হয়ে টানা চতুর্থ খেতাবের লক্ষ্যে মেসি

গত ৩ বছরে আর্জেন্টিনার হয়ে টানা সাফল্য পাচ্ছেন লিওনেল মেসি। পরপর ২ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়াই আর্জেন্টিনার অধিনায়কের লক্ষ্য।

১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের সঙ্গে একই সারিতে আর্জেন্টিনা। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলেই উরুগুয়েকে টপকে এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল হয়ে যাবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যেই খেলতে নামছেন লিওনেল মেসিরা। পরপর ২ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মেসির সামনে। গতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর ফিনালিসিমা, বিশ্বকাপ জিতেছেন মেসি। এবার ফের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির গড়ার লক্ষ্যে 'এল এম টেন'। সেমি-ফাইনালে কানাডার বিরুদ্ধে গোল করেছেন। এবার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করাই মেসির লক্ষ্য।

কোপা আমেরিকায় শেষ ম্যাচ মেসির?

Latest Videos

কোপা আমেরিকায় হয়তো এটাই মেসির শেষ ম্যাচ। তাঁর সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন। বিশ্বকাপ জিতেছেন ডি মারিয়া, ওটামেন্ডি। এবার কোপা আমেরিকা জিতেই তাঁরা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান। সতীর্থদের জন্য ট্রফি জিততে চান মেসি।

লড়াই করতে পারবে কলম্বিয়া?

এবারের কোপা আমেরিকায় ফেভারিট হিসেবে খেলতে নামেনি কলম্বিয়া। কিন্তু শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জেমস রডরিগেজরা। ব্রাজিলকে টপকে গ্রুপের সেরা হয় কলম্বিয়া। নক-আউট পর্যায়েও ভালো পারফরম্যান্স দেখিয়েছে কলম্বিয়া। সেমি-ফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে কলম্বিয়া। টানা ২৮ ম্যাচে অপরাজিত জেফারসন লেরমা, কেভিন কাস্টানোরা। ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখাই তাঁদের লক্ষ্য।

কখন শুরু কোপা আমেরিকা ফাইনাল?

ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে কোপা আমেরিকা ফাইনাল। ভারতে কোনও টেলিভিশন চ্যানেলে কোপা আমেরিকা ফাইনাল দেখা যাবে না। কোনও মোবাইল অ্যাপেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে না। বিদেশি অ্যাপই ভরসা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

EURO Cup Final: ইউরো কাপে জার্মানির রেকর্ড স্পর্শের লক্ষ্যে স্পেন, প্রথম খেতাবে নজর ইংল্যান্ডের

Copa America Final: টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে মেসি, কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড কেমন?

Lamine Yamal-Lionel Messi: 'আমার ছেলেই সেরা, মেসিকে আশীর্বাদ করেছিল,' ভাইরাল ছবি প্রসঙ্গে দাবি ইয়ামালের বাবার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury