রবিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ইউরো কাপ ফাইনাল। গতবার রানার্স হওয়ার পর এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইংল্যান্ড। ১২ বছর পর ফের খেতাবের লক্ষ্যে স্পেন।
রবিবার রাতে কি নতুন চ্যাম্পিয়ন পাবে ইউরো কাপ? না কি চতুর্থবার খেতাব জিতে জার্মানির রেকর্ড স্পর্শ করতে পারবে স্পেন? উত্তর পাওয়ার জন্য আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। ২০১২ সালে শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। ইকের ক্যাসিয়াস, জেরার্ড পিকে, আন্দ্রে ইনিয়েস্তা, জাভি হার্নান্ডেজদের দল ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত ফুটবল দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিল। পরপর ইউরো কাপ, বিশ্বকাপ, ইউরো কাপ জেতে স্পেন। এবার সেই সোনালি দিন ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছেন ল্যামিন ইয়ামালরা। এবারের ইউরো কাপের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে স্পেন। ফাইনালেও এরকমই পারফরম্যান্সের লক্ষ্যে স্প্যানিশরা।
প্রথম খেতাব জিততে পারবে ইংল্যান্ড?
১৯৬৬ সালে বিতর্কিত গোলে বিশ্বকাপ জেতা ছাড়া বিশ্ব ফুটবলে সিনিয়র পর্যায়ে ইংল্যান্ডের আর কোনও সাফল্য নেই। তবে ফিল ফডেনরা জুনিয়র পর্যায়ে বিশ্বসেরা হয়েছেন। ২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ফিডেন-সহ সেই দলের একাধিক ফুটবলার এবারের ইউরো কাপে খেলছেন। কীভাবে চ্যাম্পিয়ন হতে হয় তাঁরা জানেন। ইংল্যান্ডের প্রধান কোচ গ্যারেথ সাউথগেট দলকে বদলে দিয়েছেন। অতীতে বড় প্রতিযোগিতার নক-আউট পর্যায়ে কুঁকড়ে থাকত ইংল্যান্ড। কিন্তু বর্তমান ইংল্যান্ড দল হাল ছাড়ে না। শেষপর্যন্ত লড়াই করছেন জুড বেলিংহ্যামরা। ফাইনালে এই লড়াইয়ের উপরেই ভরসা রাখছে ইংল্যান্ড শিবির।
সিনিয়র-জুনিয়র কম্বিনেশনই ভরসা স্পেনের
রডরি, আলভারো মোরাতার মতো সিনিয়র ফুটবলারদের পাশাপাশি ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো জুনিয়র ফুটবলাররা একসঙ্গে মিলে স্পেনের হয়ে লড়াই করছেন। 'তিকিতাকা' থেকে বেরিয়ে এসে বেরিয়ে এসেছে স্পেন। ছোট ছোট পাস খেলার বদলে এখন দ্রুত আক্রমণ করছেন ইয়ামালরা। আক্রমণের পাশাপাশি রক্ষণও অত্যন্ত শক্তিশালী। ইংল্যান্ডের বিরুদ্ধে দলগত শক্তিই স্পেনের সবচেয়ে বড় ভরসা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Brazil Football: মাঠেই গোলকিপারকে গুলি পুলিশের! কেন ঘটল এই ভয়ঙ্কর কাণ্ড? দেখুন ভিডিও