Copa America: ১০ জনের উরুগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হার, কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের

কোপা আমেরিকায় বরাবরই ব্রাজিলের কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে। এবারও ব্যতিক্রম হল না। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল।

টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে। ১০ জনের উরুগুয়েকেই হারাতে পারল না ব্রাজিল। কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র। প্রতি মুহূর্তে তাঁর অভাব অনুভব করল ব্রাজিল। উরুগুয়ের হয়ে খেলেননি অভিজ্ঞ স্ট্রাইকার লুই সুয়ারেজ। তা সত্ত্বেও বাজিমাত করল উরুগুয়েই। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। ৭৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের ডিফেন্ডার নাথিয়ান ন্যান্দেজ। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের বদলে সরাসরি টাইব্রেকার হয়। ব্রাজিলের হয়ে গোল করতে ব্যর্থ হন এডার মিলিটাও, ডগলাস লুইজ। গোল করেন আন্দ্রিয়াস পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। উরুগুয়ের হয়ে গোল করেন ফেডেরিকো ভ্যালভার্দে, রডরিগো বেনটানকার, জিওর্জিয়ান ডে অ্যারাসসেটা ও ম্যানুয়েল উগার্তে। টাইব্রেকারে উরুগুয়ের হয়ে গোল করতে ব্যর্থ হন হোসে মারিয়া গিমেনেজ। তবে তাতে উরুগুয়ের জয় পেতে অসুবিধা হল না।

ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্স

Latest Videos

গত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। এবার সেমি-ফাইনালেই পৌঁছতে পারলেন না রডরিগো, লুকাস পাকুয়েতারা। ভিনিসিয়াস না থাকায় ব্রাজিলের আক্রমণ শুরু থেকেই নির্বিষ ছিল। গোলের সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রাফিনহারা। উরুগুয়েও অবশ্য নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। কিন্তু শেষদিকে ২০ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলতে হয় উরুগুয়েকে। সেই সময়ও গোল করতে পারেনি ব্রাজিল। এরপর টাইব্রেকারেও গোল করার ক্ষেত্রে ব্যর্থতা দেখা গেল। অন্যদিকে, দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল উরুগুয়ে। এবার চ্যাম্পিয়ন হলে রেকর্ড ১৬ বার কোপা আমেরিকা খেতাব জিতবে উরুগুয়ে।

সেমি-ফাইনালে কলম্বিয়া-উরুগুয়ে লড়াই

কোপা আমেরিকায় গত ২ বার অন্তত সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছিল ব্রাজিল। এবার সেটাও হল না। সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Netherlands vs Türkiye: তুরস্কের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, ইউরো কাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডস

England vs Switzerland: বুকায়ো সাকার শাপমুক্তি, সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপের সেমি-ফাইনালে ইংল্যান্ড

Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী জানালেন পর্তুগালের কোচ?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today