বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোক নিয়ে জল্পনা অব্যাহত। তিনি কোন ক্লাবে যোগ দেবেন, সেটা এখনও জানা যায়নি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের স্পোর্টিং সেন্টারে অনুশীলন শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কয়েকদিন অনুশীলন করেই তিনি ব্যক্তিগত বিমানে দুবাই গেলেন। সৌদি আরবের ক্লাব আল-নাসর না অন্য কোনও ক্লাবে যোগ দেবেন, সেটা বোঝা যাচ্ছে না। বিশ্বকাপ চলাকালীন সাংবাদিক বৈঠকে রোনাল্ডো নিজে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন। আল-নাসরের প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মার দাবি করেছেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চেনেন না। কিন্তু দাবি যে নেহাতই সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার কৌশল, সেটা সবাই বুঝতে পারছেন। আল-নাসরের কোচ রুডি গার্সিয়া কিন্তু তাঁর দলে রোনাল্ডোকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। ইউরোপের বড় কোনও ক্লাব রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছে বলে শোনা যায়নি। এই পরিস্থিতিতে রোনাল্ডো আগামী ট্রান্সফার উইন্ডোতে কোন ক্লাবে যোগ দেবেন, সেটা এখন বলা যাচ্ছে না। এটা জানার জন্য অপেক্ষা করতে হবে।
বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হ্যাগ, ক্লাব ম্যানেজমেন্টকে তীব্র আক্রমণ করেন। এরপর তাঁর পক্ষে আর ওল্ড ট্র্যাফোর্ডে থাকা সম্ভব হয়নি। ক্লাবের সঙ্গে যৌথ সম্মতিতে চুক্তিভঙ্গ করেছেন রোনাল্ডো। এরপর থেকেই তাঁর পরবর্তী গন্তব্য় নিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনা চলছে।
কয়েক মাস আগে শোনা যাচ্ছিল, ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসি রোনাল্ডোকে দলে নেওয়ার প্রস্তাব দিতে পারে। কিন্তু চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, রোনাল্ডোকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসার কোনও সম্ভাবনা নেই। এরপর শোনা যাচ্ছিল, নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিতে পারেন রোনাল্ডো। কিন্তু ইংল্যান্ডের এই ক্লাবটিও রোনাল্ডোকে নিতে আগ্রহী নয় বলে জানা গিয়েছে। ফলে রোনাল্ডো কোন ক্লাবে যোগ দেবেন, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আল-নাসরের পাশাপাশি কাতারের একটি ক্লাবও রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী বলে জানা গিয়েছে। কিন্তু রোনাল্ডো এশিয়ার কোনও ক্লাবে যোগ দিতে চাইছেন কি না, সেটা বোঝা যাচ্ছে না। তিনি সম্প্রতি জানিয়েছেন, এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না। তিনি ২০২৪ সালে পরবর্তী ইউরো কাপে খেলতে চান। সেটা করতে গেলে তাঁর নামী কোনও ক্লাবে খেলা জরুরি। সেই কারণেই অপেক্ষা করছেন এই তারকা। তিনি আশা করছেন, কোনও বড় ক্লাব থেকে নিশ্চয়ই প্রস্তাব পাবেন। সেই কারণেই আপাতত সৌদি আরবের ক্লাবের প্রস্তাব নিয়ে ভাবছেন না।
আরও পড়ুন-
কে রোনাল্ডো? চিনি না, দাবি সৌদি আরবের ক্লাব আল-নাসরের প্রেসিডেন্টের
বিশ্বকাপে ব্যর্থতা, পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস
বিশ্বকাপ ফাইনালে দলের জয় কামনা করে তারাপীঠে পুজো দিচ্ছেন লিওনেল মেসি! সত্যি?