বিশ্বকাপে ব্যর্থতা, পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস

পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের পরেই পদত্যাগ পর্তুগালের কোচের ।

/ Updated: Dec 16 2022, 10:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিশ্বকাপে ব্যর্থতা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক। চাপ বাড়ছিল ফেরান্দো স্যান্টোসের উপর। তাঁর সরে যাওয়া সময়ের অপেক্ষা ছিল। শেষপর্যন্ত পদত্যাগ করতেই হল পর্তুগালের কোচকে। তিনি পর্তুগালের ফুটবল ফেডারেশনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। ফেরান্দোর পদত্যাগ গ্রহণ করা হয়েছে। এবার তাঁর বদলে নতুন কোচ নিয়োগ করা হবে। পর্তুগালের পরবর্তী কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী বছরের মার্চের আগে পর্তুগালের কোনও ম্যাচ নেই। সেই কারণে পর্তুগালের ফুটবল ফেডারেশনের হাতে কিছুটা সময় আছে। সেই কারণে তাড়াহুড়ো করতে চাইছে না তারা।
৮ বছর পর্তুগালের কোচের পদে ছিলেন ফেরান্দোকে।  ৬৮ বছর বয়সি এই কোচের সঙ্গে পর্তুগালের ফুটবল ফেডারেশনের আরও ২ বছরের চুক্তি ছিল। কিন্তু তার আগেই সেই চুক্তি ভেঙে পদত্যাগ করতে বাধ্য হলেন ফেরান্দো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার ৫ দিন পরেই সরে যেতে হল পর্তুগালের কোচকে।