কে রোনাল্ডো? চিনি না, দাবি সৌদি আরবের ক্লাব আল-নাসরের প্রেসিডেন্টের

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তিনি নিজেই সেই জল্পনা খারিজ করে দিয়েছেন। ফলে 'সিআর সেভেন' কোন ক্লাবে খেলবেন, সেটা এখনও বোঝা যাচ্ছে না।

বিশ্বকাপ চলাকালীন রটে গিয়েছিল, বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলার চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এই ক্লাবেই যোগ দেবেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেই খবর অস্বীকার করেন রোনাল্ডো। এরপর তাঁর পরবর্তী ক্লাব নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। সেই জল্পনা অব্যাহত। সৌদি আরবে যে রোনাল্ডো যাচ্ছেন না, সেটা এই ক্লাবের প্রেসিডেন্টের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। আল-নাসরের প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মার বলেছেন, 'কে রোনাল্ডো? আমি ওকে চিনি না। ক্রিশ্চিয়ানো নিজের দলের সঙ্গে বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত ছিল। আমার মনে হয় না ওর সঙ্গে কারও আলোচনা হয়েছে। অনেকে অনেক কথা বলছে কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না।' আল-নাসরের প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আর রোনাল্ডোর সৌদি আরবের ক্লাবে খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইউরোপেরই কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

আল-নাসরের কোচ রুডি গার্সিয়া অবশ্য এখনও রোনাল্ডোকে দলে নেওয়ার ইচ্ছার কথা গোপন করছেন না। তিনি একটি স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি ক্রিশ্চিয়ানোর বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না। কারণ, তাহলেই সেটা সংবাদের শিরোনাম হয়ে যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি, এটা সংবাদমাধ্যমের কাছে মুখরোচক খবর হয়ে গিয়েছে।এর মাধ্যমে আল-নাসরের প্রচার হয়ে যাচ্ছে। যে কোনও কোচই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একজন তারকাকে প্রশিক্ষণ দিতে চাইবে। ২০২১ সালের নভেম্বরে আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ প্রায় হয়েই গিয়েছিলাম। আমার বরাবরই মনে হয়, অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করা সবচেয়ে সহজ। কারণ, ওরা খুব বুদ্ধিমান হয়। এ এস রোমার কোচ থাকাকালীন ফ্রান্সেস্কো টোটির সঙ্গে কাজ করে এটা দেখেছি।’

Latest Videos

এবারের বিশ্বকাপে রোনাল্ডো খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি।  প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে সুযোগ পাননি এই তারকা। তাঁর দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে ছিটকে গিয়েছে। এরপর দেশে ফিরে ছুটি কাটানোর বদলে পুরনো দল রিয়াল মাদ্রিদের স্পোর্টিং সেন্টারে গিয়ে অনুশীলন শুরু করেছেন রোনাল্ডো। কিন্তু তিনি কোন দলে যোগ দেবেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি 'সি আর সেভেন'। ইউরোপের সংবাদমাধ্যমগুলিতে জল্পনা চলছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলে এমন কোনও দলেই যোগ দিতে চাইছেন রোনাল্ডো। তবে নামী কোনও ক্লাব তাঁকে নিতে চাইছে বলে শোনা যাচ্ছে না।

আরও পড়ুন-

বিশ্বকাপে ব্যর্থতা, পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস

আর্জেন্টিনাকে কেন সমর্থন করেন ভারতীয়রা? ব্যাঙ্কের পাশবই-এ উত্তর খুঁজে পেলেন নেটিজেনরা

মেসির বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ করতে দেব না, হুঁশিয়ারি অলিভিয়ের জিরুর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba