Dimitrios Diamantakos Contract: বিদেশের কোন ক্লাবে যাচ্ছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস? বিদায় প্রায় পাকা!

Published : May 13, 2025, 03:01 PM IST

Dimitrios Diamantakos Contract: তাঁর বিদায় প্রায় পাকা। কিন্তু বিদেশের কোন ক্লাবে যেতে পারেন ইস্টবেঙ্গলের দিমিত্রিয়স দিয়ামান্তাকোস?

PREV
110
বিগত বেশ কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স কার্যত, তলানিতে

আসন্ন মরশুমে সমর্থকদের মনে হাসি ফোটানোর জন্য চাই অসাধারণ এবং দুরন্ত ফুটবল। 

210
জিল্পনা তুঙ্গে রয়েছে

নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে?

310
স্কোয়াড সাজানোর পরিকল্পনা

এবার যেন সেইমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে (East Bengal Transfer News) লাল হলুদের অন্দরে। 

410
Super Cup 2025

তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়।

510
শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হেক্টর ইউস্তে ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল

এমনকি, দলের আরেক নির্ভরযোগ্য ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসও আর থাকবেন কিনা সন্দেহ। সূত্রের খবর, বিদেশের একটি ক্লাব তাঁর উপর আগ্রহ দেখাতে শুরু করেছে। 

610
প্রসঙ্গত, গত মরশুমের শুরুতে বিরাট অঙ্কের চুক্তিতে তাঁকে দলে নেয় লাল হলুদ ব্রিগেড

কিন্তু নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি এই বিদেশি ফুটবলার। স্বাভাবিকভাবেই, আসন্ন মরশুমে তাঁর দলে থাকার সম্ভাবনা খুবি কম।

710
তবে তাঁর স্কিলকে সমীহ করছে বিদেশের আরেক ক্লাব

ইস্টবেঙ্গলে তিনি ব্যর্থ! তবে চলে যেতে পারেন অন্য ক্লাবে (dimitrios diamantakos market value)। 

810
দিয়ামান্তাকোসের দকে কোন ক্লাবের নজর?

জানা যাচ্ছে, এই গ্রিক ফরোয়ার্ডকে নিয়ে আগ্ৰহ দেখাতে শুরু করেছে সুইডেনের ক্লাব মালমো এফএফ। 

910
চুক্তি অনুযায়ী, আগামী মরশুম পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে থাকার কথা তাঁর

তবে সূত্র মারফৎ জানা গেছে, তাঁকে দলে রাখতে আগ্ৰহী নয় খোদ ম্যানেজমেন্টই (dimitrios diamantakos contract)। 

1010
বছরের চুক্তিতে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস কি বিদেশের ক্লাবে?

সূত্রের খবর, সেই বিষয়গুলিকে মাথায় রেখেই দুই বছরের চুক্তিতে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করাতে চাইছে সুইডেনের এই দলটি। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নয়। \

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories