'ফরাসি প্রেমিক' তালালের জাদুতে মাতোয়ারা লাল-হলুদ, ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ইস্টবেঙ্গলের

২০২৩ সালের ডুরান্ড কাপে রানার্স হয়েছিল ইস্টবেঙ্গল। এবারের ডুরান্ড কাপেও প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে কার্লেস কুয়াদ্রাতের দল।

দুই বিদেশি স্ট্রাইকার কার্লেস কুয়াদ্রাত ও দিমিত্রিওস দিয়ামান্তাকসকে বাইরে রেখেই ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে যে ব্যবধানে জয় এসেছিল, সেই ৩-১ ব্যবধানেই বুধবার কাশ্মীরের ক্লাব ডাউনটাউন হিরোজ এফসি-র বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। এদিন গোল করলেন মাদিহ তালাল, সল ক্রেসপো ও জেসিন টিকে। ডাউনটাউন হিরোজের হয়ে একমাত্র গোল করেন আফরিন প্যারে। ৮০ মিনিটে লাল কার্ড দেখেন জাহিদ। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় ডাউনটাউন হিরোজকে। লাল-হলুদ ব্রিগেড চলতি ডুরান্ড কাপে ২ ম্যাচ খেলে ৬ গোল করে ২ গোল হজম করল। গ্রুপ শীর্ষে থাকার ক্ষেত্রে গোলপার্থক্য গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে ১৮ অগাস্ট মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল।

রক্ষণ নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল

Latest Videos

এদিন শুরু থেকেই লাল-হলুদের দাপট দেখা যায়। ডেভিড লাললানসাংগা ও পি ভি বিষ্ণু বিপক্ষের রক্ষণকে চাপে ফেলে দেন। মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্স দেখান তালাল ও সল ক্রেসপো। তবে রক্ষণে এদিনও সমস্যা দেখা যায়। বিশেষ করে রাইট ব্যাক মহম্মদ রাকিপ ও সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গা দলকে ভরসা দিতে পারছেন না। ডাউনটাউন হিরোজের গোলের সময় বল বিপদমুক্ত করতে পারেননি রাকিপ। বড় ম্যাচে এই ভুল করলে চলবে না। এদিন ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করেন তালাল। তবে ৭ মিনিটের মধ্যেই সমতা ফেরান আফরিন। এরপর ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্রেসপো। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান জেসিন।

ওয়েনাড়ের পাশে জেসিন

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ওয়েনাড়। এদিন গোল করার পর নিজের রাজ্যের এই অঞ্চলের মানুষের পাশে থাকার বার্তা দিলেন জেসিন। তিনি একটি জার্সি তুলে ধরেন। সেই জার্সিতে লেখা ছিল, 'শক্তিশালী থাকো ওয়েনাড়। আমরা তোমাদের পাশে আছি। এটা তোমাদের জন্য।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লাল-হলুদ জার্সিতে সবুজ-মেরুনের প্রাক্তন ডিফেন্ডার, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা

'মূর্খ সাংবাদিক, ইস্টবেঙ্গলের ইতিহাস জানে না,' ইউটিউবারকে তোপ প্রাক্তন ফুটবলার সূর্যবিকাশ চক্রবর্তীর

'নজর রাখছি, কোন পথে যাওয়া যায় বিবেচনা করব,' ইউটিউবে বিতর্কিত মন্তব্য নিয়ে বার্তা ইস্টবেঙ্গল শীর্ষকর্তার

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today