কয়েকদিন আগেই জানা গিয়েছিল, মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তির কথা ঘোষণা করা হল।

গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা দীর্ঘদেহী স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। চলতি মরসুমে লাল-হলুদের ষষ্ঠ বিদেশি হিসেবে দলে যোগ দিচ্ছেন ইয়ুস্তে। তিনি জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের সঙ্গে খেলবেন। চলতি মরসুমের জন্যই ইয়ুস্তের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে ইস্টবেঙ্গল। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখান ইয়ুস্তে। ডুরান্ড কাপ ও আইএসএল শিল্ড জেতেন এই ডিফেন্ডার। এবার তিনি ইস্টবেঙ্গলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করা হচ্ছে। ইয়ুস্তে কবে কলকাতায় আসবেন জানা যায়নি। ডুরান্ড কাপ শুরু হয়ে গিয়েছে। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। ফলে ইয়ুস্তে যত তাড়াতাড়ি দলে যোগ দিতে পারবেন ততই ইস্টবেঙ্গলের পক্ষে ভালো।

ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া ইয়ুস্তে

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর ইয়ুস্তে বলেছেন, ‘ইমামি ইস্টবেঙ্গল পরিবারের অংশ হতে পেরে আমি খুব খুশি। ক্লাব যে উৎসাহ ও উচ্চাশার পরিচয় দিয়েছে, সেই কারণেই আমি কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এই ঐতিহাসিক ক্লাবে বহু আবেগপ্রবণ ও প্রাণবন্ত সমর্থক আছেন। ফলে এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে পেরে বিশেষ অনুভূতি হচ্ছে। আশা করি আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব এবং সবাই মিলে একসঙ্গে অনেক গৌরবের মুহূর্ত উপভোগ করতে পারব। জয় ইস্টবেঙ্গল।’

Scroll to load tweet…

ইয়ুস্তেকে দলে পেয়ে খুশি লাল-হলুদ কোচ

ইয়ুস্তের ইস্টবেঙ্গলে যোগ দেওয়া প্রসঙ্গে প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা আছে হেক্টরের। ওর এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ও বড় ম্যাচের চাপ নিতে পারে। ফলে ও আমাদের দলের মূল্যবান সম্পদ হতে চলেছে। দীর্ঘ কেরিয়ারে অনেক চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছে হেক্টর। গত মরসুমে ভারতে খেলার অভিজ্ঞতা ওকে দ্রুত পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।’

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অভিষেকেই গোল দিমির, পিছিয়ে পড়েও বড় জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু ইস্টবেঙ্গলের

East Bengal: দলবদলে ফের চমক ইস্টবেঙ্গলের, আসছেন বিশ্বকাপ খেলা উইঙ্গার

East Bengal: রোনাল্ডিনহোকে মনে করালেন মুশারফ, রেলের বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের