Kolkata Derby: 'জেতার signature song' ইস্টবেঙ্গল ডার্বি জিততেই উচ্ছ্বসিত শিলাজিৎ, কী বললেন তিনি?

Published : Jul 27, 2025, 05:14 PM IST
Kolkata Derby Silajit

সংক্ষিপ্ত

Kolkata Derby: কলকাতা ডার্বিতে রীতিমতো দাপুটে জয় ইস্টবেঙ্গলের। আর তারপরেই মুখ খুললেন গায়ক শিলাজিৎ। 

Kolkata Derby: চলতি মরশুমে অন্যতম সেরা জয় বলে চলে। কারণ, সিজনের প্রথম বড় ম্যাচেই বাজিমাৎ লাল হলুদ ব্রিগেডের (mohun bagan vs east bengal cfl live)। কলকাতা লিগের ডার্বিতে রীতিমতো দাপটের সঙ্গে খেলেই জয় তুলে নিল ইস্টবেঙ্গল। আর তারপরেই মুখ খুললেন শিলাজিৎ (Silajit songs)।

শনিবার বিকেলে, ঘরোয়া লিগের মেগা ডার্বিতে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচেি সবুজ মেরুনকে ৩-২ গোলে হারিয়ে দেয় লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জেসিন টিকে, সায়ন ব্যানার্জি এবং ডেভিড। অন্যদিকে, মোহনবাগানের হয়ে বড় ম্যাচে গোল করেন কাসথানা এবং কিয়ান। 

উত্তেজনায় ভরপুর এই ম্যাচে, ইস্টবেঙ্গলের জয়ের পরেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন শিলাজিৎ

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গলের তিন ফুটবলার স্টেইনগান সেলিব্রেশনে ব্যস্ত। আর সেই ভিডিওটিতেই ব্যাকগ্রাউন্ডে বাজছে শিলাজিৎ-এর গাওয়া সেই বিখ্যাত গান ‘ডান্ডা টুডুং টুডুং'। এই গানটি যুবভারতীতেও মাঝে মাঝে ম্যাচের বিরতিতে বাজানো হয়ে থাকে। এবার সেই গান দিয়েই ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের পর, অভিনন্দনসূচক পোস্ট করলেন এই বাঙালি গায়ক। 

সেই পোষ্টে তিনি লেখেন, “জিতলেই ডান্ডা টুডুঙ টুডুং !! মানে জেতার signature song .. যে ই জিতুক, জেতার গান টা ডান্ডা টুডুঙ। মোহনবাগান জিতলেও, ইস্টবেঙ্গল জিতলেও, অপেক্ষায় আছি এবার মহামেডান বা অন্য ক্লাব জিতলেও ডান্ডা চলবে।কী গান তৈরি করলো চিনা আর অভিষেক! শিলাজিৎ এর “ঘুম পেয়েছে বাড়ি যা “। এক সময় যেমন কংগ্রেস, তৃণমূল, পরে সিপিআইএম, এমনকি এই কিছুদিন আগে বিজেপির নেতা-সমর্থকরাও দেখলাম বলছে অন্য দল কে “ঘুম পেয়েছে বাড়ি যা।” গান এর কোনও জাত হয় না ...এটা বুঝলাম। কে জিতবে কে হারবে জানিনা, কিন্তু গান জিতবে। অভিনন্দন ইস্টবেঙ্গল ক্লাবকে।"

সেই পোষ্টে অনেক ফ্যান এসে আবার কমেন্টও করে গেছেন। যেমন অনেকেই লিখেছেন, “জয় গুরু"। একজন আবার লিখেছেন, “দাদা সিরিয়াসলি, গান টা সেলিব্রেশন এর সময় কাজে লাগে। আলাদাই ভাইবস"

আসলে বাঙালির ফুটবল আবেগ এবং সেইসঙ্গে গান, এ যেন সত্যিই আলাদা মাত্রা যোগ করে দেয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?