Durand Cup Final: ডুরান্ড কাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, পাল্টা কটাক্ষ মোহনবাগানের

রবিবার ডুরান্ড কাপ ফাইনালে কলকাতা ডার্বি। ১৯ বছর পর ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের আগে ২ শিবিরে উত্তেজনা তুঙ্গে।

Soumya Gangully | Published : Sep 1, 2023 3:59 PM IST / Updated: Sep 01 2023, 10:10 PM IST

বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনাল শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকালে ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে। এরপর শুক্রবার সন্ধেবেলা জানানো হল, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর অর্থ, রবিবার গ্যালারিতে তিল ধারণের জায়গা থাকছে না। এতেই ডুরান্ড কাপ ফাইনাল ঘিরে লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা বোঝা যাচ্ছে। অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, টিকিটের কালোবাজারি হবে। এই ম্যাচ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে ২ দলের সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতির আশঙ্কাও থাকছে। ফলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে ও বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা উচিত।

সমর্থকদের পাশাপাশি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্মকর্তারাও রবিবারের ম্যাচের আগে উত্তেজিত। এবারের ডুরান্ড কাপে প্রথম কলকাতা ডার্বির পরেই মোহনবাগানের বিরুদ্ধে অতিরিক্ত ফুটবলার রেজিস্ট্রেশনের অভিযোগ এনেছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। এবারের ম্যাচের আগে তার সঙ্গে যোগ হয়েছে রেফারিং বিতর্ক। কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মুম্বই সিটি এফসি-কে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। সেমি-ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে বক্সের বাইরে ট্যাকলে পেনাল্টি পায় সবুজ-মেরুন। এই ২টি ঘটনাকে সামনে রেখে ফাইনালের আগে সরব হয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার সাংবাদিক বৈঠকে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'ডুরান্ড কাপ চলাকালীন একটি বিশেষ ক্লাবকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন শেষ হয়ে যাওয়ার পরেও ৪ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়েছে। প্রতিটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত ওদের পক্ষে যাচ্ছে। আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধেও একই ঘটনা দেখা গিয়েছিল। এফসি গোয়ার কোচ বলেছে, অন্যায্য পেনাল্টি পেয়েছে মোহনবাগান। আমরা চাই রবিবার যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। নিয়ামক সংস্থা সঠিকভাবে মূল্যায়ন করুক। কোনও একটি ক্লাবকে কেন এরকম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে আমরা জানি না। তাহলে বাকি ক্লাবগুলির দল গড়ে, খেলে কোনও লাভ নেই।'

পাল্টা মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, 'দেবব্রত সরকার ২০ বছর আগের কথা বলছেন। ন'য়ের দশকে বড় ম্যাচের আগে রেফারির উপর চাপ তৈরির জন্য ২ ক্লাবই এরকম মন্তব্য করত। কিন্তু এটা ২০২৩। উনি এখনকার কথা কিছু বলছেন না। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কোচ যে ইঙ্গিত করেছেন, সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সে ব্যাপারে ওঁরা কী বলছেন?'

সবমিলিয়ে রবিবারের ম্যাচের আগে ২ শিবিরই ফুটছে। উত্তেজনার আঁচ থেকে বিস্ফোরণ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন-

Durand Cup 2023: বিতর্কিত পেনাল্টি, এফসি গোয়াকে ২-১ হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান

Durand Cup 2023: অসাধারণ লড়াই, টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল

Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির

Share this article
click me!