'আমার মেয়ের নাম উমা, ফলে এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ,' বার্তা অস্কারের

Published : Sep 27, 2025, 05:42 PM IST

Durga Puja 2025: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে শুধু বাঙালিদের কাছেই নয়, ভারতের অন্যান্য প্রদেশের মানুষের কাছে তো বটেই, বিদেশিদের কাছেও বিশেষ আকর্ষণীয় দুর্গাপুজো। এই সময় বহু মানুষ উৎসবে সামিল হতে কলকাতায় আসেন।

PREV
16
দুর্গাপুজোর সঙ্গে নিজের পরিবারকে যুক্ত করে ফেলেছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার

দেবী দুর্গার সঙ্গে অস্কারের পরিবার

রাজডাঙা নব উদয় সঙ্ঘের দুর্গাপুজো মণ্ডপে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের পুরুষ দলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তিনি বলেছেন, ‘আমার মেয়ের নাম উমা। দেবী দুর্গার নামেই আমার মেয়ের নামকরণ করা হয়েছে। ফলে এই উৎসব আমার কাছে গভীরভাবে অর্থপূর্ণ।’ গত কয়েক মাস ধরে কলকাতায় আছেন অস্কার। তবে এবারই প্রথম তিনি এই শহরের দুর্গাপুজোর আনন্দময় পরিবেশ উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

DID YOU KNOW ?
পুজোয় সামিল বিদেশিরাও
বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য অনেক বিদেশিই কলকাতায় আসেন। তাঁরাও বাঙালিদের সঙ্গে দুর্গাপুজোয় সামিল হন।
26
রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপের বাইরে আটা দিয়ে আলাদা প্রতিমা তৈরি করা হয়েছে

আটার প্রতিমা দেখে মুগ্ধ অস্কার

ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামির উদ্যোগে রাজডাঙা নব উদয় সঙ্ঘের মূল মণ্ডপের বাইরে আটা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এই প্রতিমা দেখে মুগ্ধ অস্কার ব্রুজোঁ। তিনি বলেছেন, ‘আটা দিয়ে এরকম সুন্দর মা দুর্গার প্রতিমা তৈরি করা হয়েছে দেখে আমি অভিভূত। ইমামি ইস্টবেঙ্গল এফসি পরিবারের পক্ষ থেকে আমি সারা বিশ্বের সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রথমবার দুর্গাপুজোর সময় কলকাতায় অস্কার ব্রুজোঁ
ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ প্রথমবার দুর্গাপুজোর সময় কলকাতায় থাকছেন।
36
রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা ফুটবলাররা

রাজডাঙা নব উদয় সঙ্ঘে ইস্টবেঙ্গল দল

রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের পুরুষ দলের তারকা সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলি ও মহম্মদ বাসিম রশিদ এবং মহিলা দলের কয়েকজন ফুটবলার হাজির হন। তাঁরা আটা দিয়ে তৈরি প্রতিমাকে বরণ করেন। ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। বিভিন্ন ধর্মের মানুষ দুর্গাপুজো উপলক্ষে একত্রিত হন। ফুটবলও সব ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করে। ইস্টবেঙ্গল দল সেই বার্তাই দিল।

46
কলকাতার দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন ক্রেসপো, মিগুয়েল, সিবিলেরা

বিদেশি ফুটবলাররাও দুর্গাপুজোয় সামিল

ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা, আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে ও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে হাজির হন। তাঁরা ঢাকীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। কলকাতার দুর্গাপুজো উপভোগ করছেন এই বিদেশি ফুটবলাররা। তাঁদের কাছে এই উৎসব একেবারে নতুন অভিজ্ঞতা।

56
ইস্টবেঙ্গলের ফুটবলারদের ঘিরে রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে মাতামাতি

পুজো মণ্ডপের আকর্ষণ ইস্টবেঙ্গলের ফুটবলাররা

রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলারদের নিয়ে আয়োজক, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা দেখা যায়। অনেক ইস্টবেঙ্গল সমর্থক এই পুজো মণ্ডপে হাজির হন। তাঁরা প্রিয় ফুটবলারদের সামনে থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আয়োজকদের পক্ষ থেকে অস্কার ব্রুজোঁ, মিগুয়েল ফিগুইরা, কেভিন সিবিলে, সল ক্রেসপোকে বরণ করে নেওয়া হয়।

66
এবার রাজডাঙা নব উদয় সঙ্ঘের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ আটা দিয়ে তৈরি প্রতিমা

আটা দিয়ে তৈরি প্রতিমা

ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপের ডিরেক্টর বিভাস বর্ধন আগরওয়াল সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আটা দিয়ে তৈরি দুর্গা প্রতিমার মাধ্যমে পুষ্টি, বিশুদ্ধতা ও ঐতিহ্যের বার্তা দেওয়া হয়েছে। বহু মানুষ এই প্রতিমা দর্শন করতে আসছেন। আনুষ্ঠানিকভাবে এখনও দুর্গাপুজো শুরু হয়নি। পুজো শুরু হলে আরও অনেকে এই প্রতিমা দর্শন করতে আসবেন।

Read more Photos on
click me!

Recommended Stories