
East Bengal Club: ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে গড়ের মাঠে প্রবাদ রয়েছে, বরাবরই এই ক্লাবের কর্মকর্তারা ফুটবলারদের পাশে থাকেন। সদ্য প্রয়াত ফুটবলার ইলিয়াস পাশার (Ilyas Pasha) ক্ষেত্রে দু'বার এই প্রবাদের সত্যতার প্রমাণ পাওয়া গেল। ২০১২ সালে যখন জানা যায়, আর্থিক সমস্যায় বেঙ্গালুরুতে (Bengaluru) অটো রিকশা চালাচ্ছেন পাশা, তখন ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই প্রাক্তন রাইট ব্যাককে কলকাতায় এনে ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছিল। এবার এই ফুটবলার প্রয়াত হওয়ার পর লাল-হলুদ কর্তারা তাঁর পরিবারকে ১১ লক্ষ টাকা সাহায্য করতে চলেছেন। লাল-হলুদ সভাপতি সভাপতি মুরারি লাল লোহিয়া এই ঘোষণা করেছেন। শনিবার ক্লাব তাঁবুতে পাশার স্মরণসভা আয়োজন করা হয়েছিল। ইস্টবেঙ্গলের কর্তারা প্রয়াত প্রাক্তন ফুটবলারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এই স্মরণসভাতেই পাশার পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ ফেব্রুয়ারি পাশার স্মরণে ক্লাবের মাঠে জোড়া বেনিফিট ম্যাচ আয়োজন করা হচ্ছে। ফুটবলাররাই এই বেনিফিট ম্যাচের উদ্যোগ নিয়েছেন। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল স্টারস বনাম ইস্টবেঙ্গল লিজেন্ডস দলে। দু'দলকে নেতৃত্ব দেবেন যথাক্রমে তুষার রক্ষিত ও বিকাশ পাঁজি। দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম এফপিআই-এর। নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে যথাক্রমে বাইচুং ভুটিয়া ও এবং হোসে র্যামিরেজ ব্যারেটোর হাতে।
১৯৯০ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন পাশা। তিনি ১৭ নম্বর জার্সি পরে খেলতেন। রক্ষণ সামলানোর পাশাপাশি ওভারল্যাপেও যেতেন এই রাইট ব্যাক। ঠান্ডা মাথার ফুটবলার ছিলেন তিনি। অন্য ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি ইস্টবেঙ্গল ছাড়েননি। এই কারণে লাল-হলুদ জনতার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন পাশা। তিনি সতীর্থদের কাছেও অত্যন্ত প্রিয় ছিলেন। তাঁর সুভদ্র আচরণ সবার মন জয় করে নিয়েছিল। শনিবার স্মরণসভাতেও সবার মুখেই এই প্রয়াত ফুটবলারের ভদ্র ব্যবহারের কথা উঠে এল। সবার কাছেই পাশা একজন ভালো মানুষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।