ডার্বি জেতার পর এবার কলকাতা লিগের লড়াই, সোমবার পুলিশ এসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল

এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। তবে একাধিক ম্যাচ ড্র করেছে বিনো জর্জের দল। ফলে এখনও প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বি থেকে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত হয়নি।

গড়ের মাঠের প্রাচীন প্রবাদ হল, ডার্বি জেতার পরের ম্যাচে জয় পায় না ইস্টবেঙ্গল। ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়েছে। ফলে সোমবার কলকাতা লিগে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক লাল-হলুদ শিবির। যদিও শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরা কেউই কলকাতা লিগের ম্যাচে খেলবেন না। তরুণ ফুটবলাররাই সোমবারের ম্যাচ খেলবেন। তবে কলকাতা ময়দানে বড় ম্যাচ নিয়ে যে প্রবাদ রয়েছে, সেটা মাথায় আছে ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলারদের। তাঁরা সোমবারের ম্যাচটিকে ব্যতিক্রমী করে তোলার ব্যাপারে বদ্ধপরিকর। আদিত্য পাত্র, কুশ ছেত্রী, দীপ সাহারা এবারের কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। সোমবারও দলকে জেতানোই তাঁদের লক্ষ্য।

পুলিশ এসি-র বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে থাকা বিনো জর্জ বলেছেন, ‘আমরা ২ দিন বিশ্রাম পেয়েছি। তার ফলে ছেলেরা আগামীকাল পুলিশ এসি-র বিরুদ্ধে তরতাজা অবস্থায় খেলতে নামার সুযোগ পাবে। আমি বারবার বলে আসছি, সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে আমরা রেলওয়ে এফসি-র বিরুদ্ধে ২-০ জয় পেয়েছি। তবে সেই ম্যাচে অনেক সুযোগ নষ্ট হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে গোলের সুযোগ নষ্ট না হয়।’

Latest Videos

বিনো আরও বলেছেন, ‘বিষ্ণু, আশিকের মতো নতুন ছেলেরা দলের সবার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। দলের বেশিরভাগ তরুণ ফুটবলারই শনিবার আমাদের প্রথম দলকে ডার্বি জিততে দেখেছে। তার ফলে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামার আগে ওরা আরও অনুপ্রাণিত হবে। ওরা নিজেদের প্রমাণ করতে মরিয়া। ওদের দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য কলকাতা লিগের মতো কঠিন প্রতিযোগিতায় দারুণ সুযোগ পাচ্ছে।’

এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন বি গ্রুপে আছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে লাল-হলুদ। ৫ ম্যাচ জেতার পাশাপাশি ৩ ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল। তার ফলে গ্রুপে ৩ নম্বরে আছেন দীপ, কুশরা। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ ভবানীপুর। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট পেলেও, গোলপার্থক্যে ইস্টবেঙ্গলের চেয়ে এগিয়ে থাকায় ২ নম্বরে এরিয়ান ক্লাব। ৮ নম্বরে ১৮ পয়েন্ট পেয়েছে খিদিরপুর। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় ৪ নম্বরে খিদিরপুর। ফলে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত করতে হলে বাকি ম্যাচগুলি জিততেই হবে ইস্টবেঙ্গলকে। আর কোনও ম্যাচে পয়েন্ট হারালে সমস্যায় পড়তে হবে।

আরও পড়ুন-

ডার্বি জয়ের পরদিনই কলকাতায় ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দো লুকাস

সমর্থকরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওদের জন্য ভালো লাগছে, বার্তা কুয়াদ্রাতের

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি