ডার্বি জয়ের পরদিনই কলকাতায় ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দো লুকাস

শনিবার কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে ১-০ হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। জয়সূচক গোল করেন নন্দকুমার শেখর। এই জয়ের ফলে ডুরান্ড কাপে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল লাল-হলুদ।

কলকাতা ডার্বির দিন সকালে কলকাতায় এসে পৌঁছন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। তিনি শনিবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে দলের জয় দেখেন। ডার্বি জয়ের পরদিন কলকাতায় এসে গেলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দো লুকাস। সপরিবারে কলকাতায় পা রাখলেন লুকাস। এবার তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। ডুরান্ড কাপে হয়তো খেলবেন না লুকাস। তবে আইএসএল-এ খেলবেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তাঁর উপর ভরসা করছে দল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডন এলসে ডার্বিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। অপর এক সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গাও দুর্দান্ত খেলেছেন। গুরসিমরত গিল ডার্বিতে খেলার সুযোগ না পেলেও, বাংলাদেশ সেনা দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখান। এবার লুকাসও ভালো পারফরম্যান্স দেখাতে পারলে লাল-হলুদের রক্ষণ জমাট বাঁধবে।

লাল-হলুদে যোগ দেওয়ার আগে স্পেনের বিখ্যাত ক্লাব ভ্যালেন্সিয়া ও ভিলারিয়ালের যুব দলে খেলেন পার্দো। সিনিয়র পর্যায়ে ভিলারিয়াল সি, ভ্যালেন্সিয়া বি, ইবিজার মতো দলের হয়ে খেলেছেন এই ডিফেন্ডার। গত মরসুমে স্পেনের দ্বিতীয় ডিভিশনে ক্লাব ডেপোর্টিভো এলদেনসের হয়ে ২২ ম্যাচ খেলেন পার্দো। এবার ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দেওয়াই তাঁর লক্ষ্য।

Latest Videos

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর পার্দো বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো একটি ঐতিহাসিক ক্লাবের মাধ্যমে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করতে পেরে আমি অত্যন্ত খুশি। আমি আশাবাদী, প্রতিটি ম্যাচে আমাদের আবেগপ্রবণ সমর্থকরা যে ভালোবাসা ও আবেগ বর্ষণ করবেন, তা ফিরিয়ে দিতে পারব। আমাদের জন্য একটি অবিশ্বাস্য বছর অপেক্ষা করছে।’

ডার্বি জয়ের পর আনন্দের সাগরে ভাসছে লাল-হলুদ শিবির। এরই মধ্যে রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৪ তম জন্মদিবস উপলক্ষে স্পোর্টস ডে পালন করা হচ্ছে। এদিন সকাল থেকে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু জমজমাট। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের প্রাক্তন খেলোয়াড়, রিজার্ভ টিমের খেলোয়াড়রা প্রয়াত সচিবের ছবিতে মালা দেন, প্রদীপ জ্বালান এবং ক্লাবের লনে পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে ছিলেন ক্লাবের কর্মসমিতির সদস্যরা। অনেক সদস্য-সমর্থকও এদিন সকালে লাল-হলুদ তাঁবুতে হাজির হন। প্রতিবারের মতো এবারও পল্টু দাসের জন্মদিবসে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হয়। এরপর বিকেলে আইএফএ পরিচালিত পঞ্চম ডিভিশনের ক্লাবগুলির হাতে ফুটবল তুলে দেওয়া হবে এবং প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়দের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হবে।

আরও পড়ুন-

লড়াই করে জয় ইস্টবেঙ্গলের, আত্মতুষ্টিই কাল হল মোহনবাগান সুপার জায়ান্টের

সমর্থকরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওদের জন্য ভালো লাগছে, বার্তা কুয়াদ্রাতের

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News