SAFF Women’s Club Championship 2025: এবারই প্রথম সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। নেপালের (Nepal) রাজধানী কাঠমাণ্ডুতে (Kathmandu) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের (East Bengal FC) মহিলা দল।

DID YOU
KNOW
?
ইতিহাসে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলই ভারতের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল।

East Bengal FC Women: ভারতের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। ২০০৫ সালের জানুয়ারিতে নেপালের (Nepal) রাজধানী কাঠমাণ্ডুতে (Kathmandu) স্যান মিগুয়েল কাপ (San Miguel International Cup) চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল। প্রায় ২১ বছর পর শনিবার সেই কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে (Dasharath Rangasala Stadium) নেপাল আর্মড পুলিশ ফোর্স উইমেনস ফুটবল ক্লাবকে (Nepal Armed Police Force Women's Football Club) উড়িয়ে প্রথমবার আন্তর্জাতিক ট্রফি জিতল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। এবারই প্রথম সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ (SAFF Women’s Club Championship 2025) আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। ভারতে পুরুষদের ক্লাব ফুটবল এখন গভীর আঁধারে। ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দলও সেভাবে সাফল্য পাচ্ছে না। এরই মধ্যে মশাল জ্বালিয়ে রেখেছে লাল-হলুদের মহিলা ব্রিগেড।

৩-০ জয় ইস্টবেঙ্গলের

নেপালের ক্লাবের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। ২২ মিনিটে বক্সের মধ্যে থেকে দুর্দান্ত শটে গোল করেন ফাজিলা ইকওয়াপুত (Fazila Ikwaput)। এরপর ৩৫ মিনিটে হেডে দ্বিতীয় গোল করেন শিল্কি দেবী হেমাম (Shilky Devi Hemam)। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই ব্যবধান বেড়ে যায়। ৪৬ মিনিটে ফাজিলার শট ধরতে পারেননি নেপালের গোলকিপার। ফলে ম্যাচের ফল ৩-০ হয়ে যায়। এরপর আরও অনেক সুযোগ পেলেও, ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। নেপালের ক্লাবটি ব্যবধান কমানোর চেষ্টা করে। তবে তারা লাল-হলুদ রক্ষণে ফাটল ধরাতে পারেনি।

গোল না খেয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

এই টুর্নামেন্টে কোনও ম্যাচেই গোল হজম করেনি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। আন্তর্জাতিক টুর্নামেন্টে এই রেকর্ড অনন্য। ফলে শনিবার সব অর্থেই ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। এই ক্লাবের পুরুষ ফুটবল দল একাধিক কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) গোল না খেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার মহিলা দল আন্তর্জাতিক মঞ্চে এই রেকর্ড গড়ল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।