আগামী মরশুমে লক্ষ্য একমাত্র ট্রফি জয়, এই ফরোয়ার্ডকে নিতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল?

ফুটবল মরশুম শুরুর আগে চলছে দলবদলের টানাপোড়েন। আর এক্ষেত্রে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। শোনা যাচ্ছে, বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবিনহোকে সই করাতে আগ্রহী ইস্টবেঙ্গল।

ফুটবল মরশুম শুরুর আগে চলছে দলবদলের টানাপোড়েন। আর এক্ষেত্রে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। শোনা যাচ্ছে, বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবিনহোকে সই করাতে আগ্রহী ইস্টবেঙ্গল (Emami East Bengal)।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারতে হয় তাদের। অন্যদিকে, আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। তাই এবার শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট (Team Management)।

Latest Videos

আর তাই এবার তাদের নজর রোবিনহোর (Robinho) দিকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে (Forward) দলে নিতে ভীষণভাবেই আগ্রহী লাল হলুদ কর্তারা। শোনা যাচ্ছে, কথাবার্তাও চলছে রোবিনহোর (Robinho) সঙ্গে। সূত্রের খবর, আসন্ন মরশুমের জন্য তাঁকে সই করাতে কার্যত ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal Club)। কিন্তু এখনও বিষয়টি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়নি।

অন্যদিকে, বাংলাদেশের (Bangladesh) ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের (Basundhara Kings) হয়ে গত মরশুমে বেশ ভালো ফুটবলই (Football) ইপহার দিয়েছেন রোবিনহো। বাংলাদেশ ফুটবল লিগে (Bangladesh Football League) খেলেছেন মোট ১৫টি ম্যাচ এবং করেছেন ৭টি গোল। শুধু তাই নয়, তাঁর নামের পাশে রয়েছে ১১টি অ্যাসিস্ট। এছাড়াও এএফসি কাপে (AFC Cup) করেছেন ২টি গোল। সেইসঙ্গে, রোবিনহো (Robinho) লেফট উইং পজিশনেও খেলতেও সিদ্ধহস্ত।

সুতরাং, বোঝাই যাচ্ছে যে, রোবিনহোর মতো ফুটবলার (Footballer) দলে আসা মানে লাল হলুদের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। সবথেকে বড় বিষয়, ক্লেইটন (Cleiton Silva), ক্রেসপো (Saul Crespo), ডেভিডদের (David) সঙ্গে যদি রোবিনহো জুড়ে যান, তাহলে ইস্টবেঙ্গলের (East Bengal Club) আক্রমণভাগ নিয়ে যেকোনও দলকেই বিপদে পড়তে হতে পারে বলে মনে করছে ফুটবলমহল।

আরও পড়ুনঃ

আক্রমণে ঝড় তুলতে তিনি চলে এলেন লাল হলুদে, ময়দান কাঁপাবে ইস্টবেঙ্গল?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari