Igor Stimac: 'গত ৪-৫ বছরে একটা বিষয়েই সফল এআইএফএফ,' এ কী বললেন ইগর স্টিম্যাচ!

শুক্রবার সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের তীব্র সমালোচনা করেছেন সদ্য বরখাস্ত হওয়া কোচ ইগর স্টিম্যাচ। তিনি দাবি করেছেন, ভারতীয় ফুটবলের উন্নতি হওয়ার আশা নেই।

শুক্রবার সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের তীব্র সমালোচনা করলেও, একটি বিষয়ে তাঁদের প্রশংসা করলেন ইগর স্টিম্যাচ। যদিও তিনি আসলে ব্যঙ্গ করকেন। ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের বরখাস্ত হওয়া কোচ বলেন, 'গত ৪-৫ বছরে একটা বিষয়েই চূড়ান্ত সাফল্য পেয়েছে এআইএফএফ। এই সাফল্য হল আমার মুখ বন্ধ পরে রাখতে পারা।' স্টিম্যাচের এ কথা শুনে সাংবাদিকরা হাসিতে ফেটে পড়েন। এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি এখন যে সব কথা বলছেন, জাতীয় দলের প্রধান কোচ থাকার সময়. সেসব বলেননি কেন?’ জবাব স্টিম্যাচ বলেন, 'আমি সবসময়ই মুখ খুলেছি। সত্য ঘটনা প্রকাশ করার চেষ্টা করেছি।'

'কারাগারে বন্দি ভারতীয় ফুটবল'

Latest Videos

স্টিম্যাচ আরও বলেছেন, ‘আমি খোলা মনে ভারতীয় ফুটবলে এসেছিলাম। কিন্তু আপনাদের ফুটবলকে কারাবন্দি করে রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি করতে ২ দশক লেগে যেতে পারে। তবে তাতেও উন্নতি হবে বলে মনে হয় না।’

এআইএফএফ-র কাছ থেকে সাহায্য না পাওয়ার অভিযোগ

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এআইএফএফ-এর কাছ থেকে টেকনিক্যাল বিষয়ে কোনওরকম সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন স্টিম্যাচ। তাঁর দাবি, ‘আই এম বিজয়ন দুর্দান্ত ফুটবলার ছিলেন। কিন্তু তাঁর টেকনিক্যাল কমিটির প্রধান হওয়া উচিত নয়। আমি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে বলেছিলাম, জাতীয় দলের শিবিরের সময় টেকনিক্যাল কমিটির অন্তত একজন সদস্যের দলের সঙ্গে থাকা উচিত। আমরা কী ধরনের কাজ করছি এবং আমাদের খেলোয়াড়দের কী সুযোগ সুবিধা দিই, সে বিষয়ে টেকনিক্যাল কমিটির সদস্যদের জানা উচিত। আপনাদের কি মনে হয়, কাউকে পাঠানো হয়েছিল? না, কেউ জাতীয় শিবির ছিলেন না। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কোনওরকম চেষ্টা করা হচ্ছে না।’ 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Igor Stimac: 'ফুটবলের বড়মাপের ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্টই একমাত্র কাজ,' কল্যাণকে তোপ স্টিম্যাচের

Igor Štimac: 'এই কর্তারা থাকলে ভারতীয় ফুটবলের হতশ্রী দশা কোনওদিন কাটবে না,' তোপ স্টিম্যাচের

কর্তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত! 'আইএসএল কোনও লিগই নয়', বিস্ফোরক স্টিমাচ

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury