English Premier League: ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে শেষমুহূর্তের গোলে জয়, ইংলিশ প্রিমিয়ার লিগ শীর্ষে আর্সেনাল

Published : Nov 26, 2023, 01:12 AM ISTUpdated : Nov 26, 2023, 01:29 AM IST
Arsenal

সংক্ষিপ্ত

ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। লিগ টেবলে ওঠা-নামা লেগেই রয়েছে। প্রতি সপ্তাহেই লিগ টেবলে বদল হচ্ছে। এমনকী, শীর্ষস্থানেও বদল দেখা যাচ্ছে।

৮৯ মিনিটে কাই হ্যাভার্ৎজের একমাত্র গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল। ১৩ ম্যাচ খেলে গানার্সদের পয়েন্ট ৩০। শনিবারই লিভারপুলের সঙ্গে ১-১ ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটি। এতেই আর্সেনালের সুবিধা হয়ে যায়। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে আর্সেনালের জয়ের ফলে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল ম্যান সিটি। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে টটেনহ্যাম হটস্পার। ১২ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অ্যাস্টন ভিলা। রবিবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম। এই ম্যাচের পর লিগ টেবলে ফের বদল হতে পারে।

উচ্ছ্বসিত হ্যাভার্ৎজ

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে আর্সেনালকে জিতিয়ে উচ্ছ্বসিত হ্যাভার্ৎজ। ম্যাচের পর জার্মানির এই ফুটবলার বলেছেন, ‘আমার অসাধারণ অনুভূতি হচ্ছে। এই মুহূর্তগুলির জন্যই আমি কঠোর পরিশ্রম করে চলেছি। আজ আমি সেই কঠোর পরিশ্রমের সুফল পেলাম। আমি দুর্দান্ত গোল করতে পারলাম। দারুণ পাসও পেয়েছিলাম। আমরা এই ধরনের গোল করা নিয়মিত অনুশীলন করি। এবার আসল ম্যাচে সেই গোল করতে পারলাম। হ্যাঁ, ভালো গোল করতে পেরেছি। ফুটবলে সবসময়ই কঠোর পরিশ্রম করতে হয়। কোনও কিছুই সহজে করা যায় না। কঠোর পরিশ্রম করলে তবেই সাফল্য পাওয়া যায়। গত ২ মাস আমার জন্য বেশ কঠিন ছিল। তবে আমি অহংবোধ দূরে সরিয়ে রেখেছি। কারণ, দলই আমার কাছে সবকিছু। আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। ওঁরা সবসময় আমার পাশে থেকেছেন। আমাকে সমর্থন করে গিয়েছেন।’

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ম্যান ইউ

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১২ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে ম্যান ইউ। এভার্টনের বিরুদ্ধে জয় পেলে ৬ নম্বরে উঠে আসবে ম্যান ইউ। সেটাই এরিক টেন হ্যাগের দলের কাছে অনুপ্রেরণা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

English Premier League: চেলসিকে ৪-১ উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ নম্বরে নিউক্যাসল

Man City Vs Liverpool: লিভারপুলের সঙ্গে ড্র, ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই থাকল ম্যান সিটি

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?