সংক্ষিপ্ত

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জার্মানির ২ ক্লাবের লড়াই হচ্ছে না। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বরুশিয়া ডর্টমুন্ডের লড়াই দেখা যাবে।

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বেশিরভাগ সময়ই কোণঠাসা হয়ে থাকলেও, আলফন্সো ডেভিসের অসাধারণ গোলে বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু গোলকিপার ম্যানুয়েল ন্যুয়েরের মারাত্মক ভুল এবং কোচ টমাস তুচেলের ভুল কৌশলের ফলে ১-২ হেরে গেল বায়ার্ন মিউনিখ। যোগ্য দল হিসেবেই ফের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে নায়ক হয়ে গেলেন হোসেলু। ফাইনালে রিয়ালের সামনে জার্মানির অপর এক শক্তি বরুশিয়া ডর্টমুন্ড। ফলে ১ জুন রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

অসাধারণ প্রত্যাবর্তন রিয়ালের

সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্নের ঘরের মাঠে ২-২ ড্র করে এসেছিল রিয়াল। এরপর নিজেদের মাঠে দ্বিতীয় লেগের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান ভিনিসিয়াস জুনিয়র, রডরিগোরা। বায়ার্নের ফুটবলারদের মধ্যে হ্যারি কেন ছাড়া আর কেউ ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না। মাঝমাঠ থেকে ঠিকমতো বল বাড়ানো হচ্ছিল না। ফলে বায়ার্নের আক্রমণ দানা বাঁধছিল না। তবে তুচেলের একটি পরিবর্তন ম্যাচের রং বদলে দেয়। সার্জে গ্যানাব্রি সুবিধা করতে পারছিলেন না দেখে ম্যাচের ২৭ মিনিটেই তাঁর পরিবর্তে ডেভিসকে মাঠে নামান বায়ার্নের প্রধান কোচ। ৬৮ মিনিটে ডেভিসের অসাধারণ গোলে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ৮৮ মিনিটে রিয়ালকে গোল উপহার দেন ন্যুয়ের। তাঁর থ্রো ঠিকমতো হয়নি। সেই বল থেকে আক্রমণ শুরু করেন দিয়াজ। লেফট উইং দিয়ে দৌড় শুরু করে শট নেন ভিনিসিয়াস জুনিয়র। বুকে বল ধরতে গিয়ে ফস্কান অভিজ্ঞ গোলকিপার। সেই বল জালে জড়িয়ে দেন হোসেলু। এরপর সংযোজিত সময়ের প্রথম মিনিটে ফের গোল করেন হোসেলু। প্রথমে অফসাইডের জন্য গোল বাতিল হয়। কিন্তু ভিএআর-এর সাহায্যে গোল দেন রেফারি। এই গোলই রিয়ালকে ফাইনালের টিকিট দিল।

তুচেলের ভুল কৌশল

বায়ার্ন যখন ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল, তখন কোচের ভুল রিয়ালকে ম্যাচে ফিরতে সাহায্য করেন। ৮৪ মিনিটে জামাল মুসিয়ালা ও কেনকে তুলে নেন তুচেল। ফলে রিয়ালের রক্ষণ চাপমুক্ত হয়ে যায়। এরপরেই জোড়া গোল করে ম্যাচ জিতে নিল রিয়াল। ফলে বায়ার্নের হারের জন্য গোলকিপারের পাশাপাশি কোচকেও দায়ী করা যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Champions League: ফের বার-পোস্টে ধাক্কা পিএসজি-র, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড

Erik ten Hag: জোরালো হচ্ছে দাবি, চলতি মরসুম শেষের আগেই এরিক টেন হ্যাগকে ছাঁটাই ম্যান ইউয়ের?

Abhradeep Saha: ৫ গোলে জিতে 'অ্যাংরি র‍্যান্টম্যান' অভ্রদীপ সাহাকে শ্রদ্ধার্ঘ্য চেলসির