English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ রীতিমতো জমে উঠেছে (english premier league 2025)। এই মুহূর্তে পয়েন্ট টেবলের একেবারে শীর্ষে রয়েছে আর্সেনাল। এদিকে আবার ম্যাঞ্চেস্টার সিটি বনাম লিভারপুলের মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আদতে লাভ হয়েছে আর্সেনালের (english premier league fixtures)।
সেইসঙ্গে, লিগ জয়ের দৌড়ে থাকা আরেকটি দল অ্যাস্টন ভিলাকেও শেষ ম্যাচে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। তবে এবার ২২ বছর পর, ইপিএল জয়ের আশায় রয়েছে আর্সেনাল।
গত ২০০৩-০৪ মরশুমের পর, একবারের জন্যও প্রিমিয়ার লিগ জিততে পারেননি আর্সেনাল। কিন্তু এবার তাদের সামনে সেই সুযোগ রয়েছে। প্রথম লেগ শেষ হওয়ার পর, দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল। এই মুহূর্তে ১৯টি ম্যাচে লিভারপুলের মোট পয়েন্ট ৪৫।
একই সংখ্যক ম্যাচ খেলে আবার সিটির পয়েন্ট ৪১। অপরদিকে, আর্সেনাল কোচ জানিয়েছেন, "পয়েন্ট টেবিলে এক নম্বর জায়গা ধরে রাখার জন্য অ্যাস্টন ভিলার বিরুদ্ধে আমাদের জয় অত্যন্ত দরকার ছিল। আর আমরা সেটাই করে দেখাতে পেরেছি। দলের ছেলেরা জানে যে, পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার জন্য ঠিক কী কী করতে হবে। আর ওরা সেটাই মাঠে করবে।’’
এদিকে আবার লিভারপুলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে অনেকটাই হতাশ ম্যাঞ্চেস্টার সিটি শিবির। যদিও হাল ছাড়তে নারাজ দলের অধিনায়ক বার্নার্ডো সিলভা। তাঁর মতে, ‘‘আপনি সবসময় নিখুঁত থাকতে পারবেন না। এটা সম্ভব নয়। আমাদের দল যথেষ্ট ভালো ফুটবল উপহারড দিয়েছে। তবে যতটা ভালো খেলা উচিত ছিল, আমরা ততটা ভালো খেলতে পারিনি। এই মুহূর্তে আমাদের দলের ধারাবাহিকতা ধরে রাখাই প্রধান লক্ষ্য।"
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ২ মাস পর, লিভারপুলের বিরুদ্ধে খেলতে নামেন রদ্রি। তাঁকে এই ম্যাচে দ্বিতীয়ার্ধে নামানো হয়। তারপরেও কিন্তু জয় আসেনি। রদ্রি ফিরে আসায় দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন বার্নার্ডো সিলভা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।