'ভারতীয় ফুটবলকে বাঁচান,' ফিফার কাছে কাতর আর্জি গুরপ্রীত-সন্দেশ-সুনীলদের

Published : Jan 02, 2026, 11:53 PM IST
Indian football team

সংক্ষিপ্ত

Indian Football: চলতি মরসুমে আইএসএল (Indian Super League) আদৌ হবে কি না, সে বিষয়ে নতুন ইংরাজি বছরের শুরুতেও ধোঁয়াশা কাটছে না। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য ফিফার (FIFA) কাছে কাতর আর্জি জানালেন ফুটবলাররা।

DID YOU KNOW ?
থমকে ভারতীয় ফুটবল
ইন্ডিয়ান সুপার লিগ শুরু না হওয়ায় এখন থমকে ভারতের ক্লাব ফুটবল। এই পরিস্থিতিতে মরিয়া হয়ে ফিফার সাহায্য চাইছেন ফুটবলাররা।

Indian Super League: বড়দিন (Christmas 2025), নতুন ইংরাজি বছর ২০২৬ (New Year 2026) পেরিয়ে গিয়েছে। বিশ্বজুড়ে আতসবাজি, আলো, উৎসব দেখা গিয়েছে। কিন্তু ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। থমকে গিয়েছে এ দেশের ফুটবল। গত এক দশকে দেশের প্রধান ফুটবল লিগ হয় ওঠা আইএসএল চলতি মরসুমে হবে কি না, সে বিষয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) উপর ভরসা রাখতে পারছেন না ফুটবলাররা। এই কারণে ফিফার (FIFA) হস্তক্ষেপ চেয়ে এক ভিডিও বার্তার মাধ্যমে কাতর আর্জি জানালেন সুনীল ছেত্রী (Sunil Chhetri), গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu), সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan), রাহুল ভেকেরা (Rahul Bheke)। এই ভিডিওতে আরও কয়েকজন ফুটবলারকে দেখা যাচ্ছে। সবাই ফিফার কাছে আর্জি জানাচ্ছেন, ‘ভারতীয় ফুটবলকে বাঁচান।’

'দায়িত্ব পালন করতে পারছে না এআইএফএফ'

ফিফার উদ্দেশ্যে এই ভিডিওতে ফুটবলাররা বলছেন, ‘এটা জানুয়ারি। আমাদের ইন্ডিয়ান সুপার লিগে প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচের অঙ্গ হিসেবে আপনাদের স্ক্রিনে থাকা উচিত ছিল আমাদের। কিন্তু তার বদলে আমরা এখন এখানে। ভয় পেয়ে এবং মরিয়া হয়েই আমরা এখানে এসেছি। আমরা সবাই যা জানি তা উচ্চস্বরে বলতে এসেছি। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা এখানে এক আর্জি জানাতে এসেছি। ভারতীয় ফুটবলের প্রশাসকরা নিজেদের দায়িত্ব পালন করতে পারছেন না। আমরা স্থায়ী অসাড়তার আশঙ্কা করছি। রক্ষা করার জন্য আমরা মরিয়া হয়ে শেষ চেষ্টা করছি। এই কারণে আমরা ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য ফিফার কাছ থেকে সাহায্য চাইছি।’

 

 

ভারতীয় ফুটবলে চরম দুরবস্থা

২০২৫ সালের সেপ্টেম্বরে আইএসএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারিতেও এখনও এই লিগ শুরু করা সম্ভব হল না। এই অনিশ্চয়তা ও জটিলতার কারণে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সিটি ফুটবল গ্রুপ (City Football Group)। ওড়িশা এফসি (Odisha FC) দল তুলে নিতে পারে বলে শোনা যাচ্ছে। ফলে ভারতীয় ফুটবলের দুরবস্থা চরমে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৪
২০১৪ সালে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ।
২০১৪ সালে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। তবে এই লিগ এবার হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Kerala Blasters: আদ্রিয়ান লুনার পর আরও এক ফুটবলার কেরালা ব্লাস্টার্স ছাড়ছেন? সমস্যায় দল
Indian Super League: ফের ধোঁয়াশা আইএসএল নিয়ে! ফেডারেশনের প্রস্তাবে রাজি নয় ক্লাবগুলি?