বিশ্বজুড়ে ফুটবলারদের দল বদলের নিয়ম সংশোধন করছে ফিফা, সুবিধা পাবেন আনোয়ার আলি?

Published : Nov 30, 2024, 03:59 PM ISTUpdated : Nov 30, 2024, 04:22 PM IST
Anwar Ali

সংক্ষিপ্ত

মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর আইনি জটিলতায় পড়েছিলেন জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি। তবে এবার স্বস্তি পেতে চলেছেন এই ডিফেন্ডার।

আনোয়ার আলি কি তাহলে কোনও জরিমানা বা নির্বাসন ছাড়াই ইস্টবেঙ্গলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন? ফিফার নতুন নিয়মের কথা উল্লেখ করে এই দাবি করছেন রঞ্জিত বাজাজ। শনিবার দুপুরে 'এক্স' হ্যান্ডলে ফিফার নতুন নিয়মের কথা উল্লেখ করে ইস্টবেঙ্গল ও আনোয়ারের অনুরাগীদের আশ্বস্ত করলেন রঞ্জিত। তিনি লিখেছেন, ‘আনোয়ার আলির অনুরাগী ও বিরোধীদের জন্য ভালো খবর। ফিফার নতুন নিয়ম দেখে নিন। ফিফা জানিয়েছে, খেলোয়াড়দের দল বদল এবং বর্তমান অবস্থা সংক্রান্ত নিয়মে বদল আনা হচ্ছে। ইউরোপের সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে নিয়মে বদল আনছে ফিফা। কিন্তু এখন ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান বলে দিয়েছেন, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত আনোয়ার আলির বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, আদালত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনও রায়ই বৈধ নয়। কিন্তু ফিফার নতুন নিয়মের ফলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাত বাঁধা হয়ে গেল। ফিফার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হল। আমি শুরু থেকেই বলে আসছি, প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায় বেআইনি। ফিফার নতুন নিয়ম বলে দিল, আমি ঠিকই বলছিলাম। মিষ্টি ছেলের জন্য আমি খুব খুশি।’

মোহনবাগান সুপার জায়ান্টকে কটাক্ষ রঞ্জিতের

আনোয়ারকে নিয়ে যখন দিল্লি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের টানাপোড়েন চলছিল, সেই সময় আনোয়ারকে 'মিষ্টি শিশু' বলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। শনিবার সে কথা উল্লেখ করেই সবুজ-মেরুন শিবিরকে ব্যঙ্গ করেছেন রঞ্জিত।

 

 

দুর্দান্ত পারফরম্যান্স আনোয়ারের

ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন আনোয়ার। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধেও লাল-হলুদ রক্ষণকে ভরসা দেন এই ডিফেন্ডার। এই কারণে রঞ্জিতের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা উচ্ছ্বসিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নায়ক 'গ্রিক গড', আলাদীনের আশ্চর্য প্রদীপ নিভিয়ে প্রথম জয় ইস্টবেঙ্গলের

আইএসএল-এ রেফারিং বিতর্ক এড়াতে ভিএআর-এর বিকল্প কী? অভিনব প্রস্তাব ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের

'৮ মাস বেতন পাইনি,' বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে সরব ব্রাজিলিয়ান তারকা, আসছেন ইস্টবেঙ্গলে?

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?