
ম্যাচ শুরু হওয়ার আগেই রেফারি কে, সেই খোঁজ নিচ্ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। রাহুল কুমার গুপ্তার নাম দেখে অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই আশঙ্কা যে অমূলক ছিল না, তা একাধিকবার বোঝা গেল। অন্তত দু'বার নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মহম্মদ আলি বেমাম্মেরের পর ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচুংনুঙ্গাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলেন। তবে এদিন রেফারিং বিতর্ক খুব একটা বড় হয়ে দেখা দিল না। কারণ, দু'দল ১০ জনে খেলা সত্ত্বেও, প্রথমার্ধের ২৩ মিনিটে মাদিহ তালালের ক্রস থেকে মাপা হেডে দিমিত্রিওস দিয়ামান্তাকসের গোলে জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ১-০।
প্রথম জয় ইস্টবেঙ্গলের
অস্কার ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল যে ঘুরে দাঁড়িয়েছে, তা এএফসি চ্যালেঞ্জ লিগেই বোঝা গিয়েছিল। আইএসএল-এ গত ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বেশিরভাগ সময় ৯ জনে খেলেও চলতি আইএসএল-এ প্রথম পয়েন্ট পায় ইস্টবেঙ্গল। শুক্রবার প্রথম জয় এল। ঘরের মাঠে সমর্থকদের চিৎকারকে হাতিয়ার করে ৩ পয়েন্ট ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। লিগ টেবলে তৃতীয় স্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে জয় পেল ইস্টবেঙ্গল।
লাল-হলুদ শিবিরের নায়ক বিষ্ণু
গত ম্যাচে লাল কার্ড দেখায় এদিন গ্যালারিতে বসে খেলা দেখতে বাধ্য হলেন ইস্টবেঙ্গলের উইঙ্গার নাওরমে মহেশ সিং ও নন্দকুমার শেখর। তবে তাঁদের অভাব খুব একটা বোঝা গেল না। লেফট উইংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন বিষ্ণু পি ভি। নর্থইস্ট ইউনাইটেড এফসি-র জিতিন এম এস, পার্থিব গগৈ, আলাদিন আজারিকে নিয়ে ম্যাচের আগে অনেক কথা হচ্ছিল। তবে ম্যাচের সময় দেখা গেল, 'গ্রিক গড' নামে বিখ্যাত হয়ে যাওয়া দিমিত্রিওসের সামনে আলাদিনের কোনও জাদু কাজ করল না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আইএসএল-এ রেফারিং বিতর্ক এড়াতে ভিএআর-এর বিকল্প কী? অভিনব প্রস্তাব ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের
'৮ মাস বেতন পাইনি,' বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে সরব ব্রাজিলিয়ান তারকা, আসছেন ইস্টবেঙ্গলে?
বিতর্কিত কলকাতা ডার্বিতে ওডাফাকে লাল কার্ড দেখিয়েছিলেন, হরিশ কুণ্ডু সম্পর্কে কী বলছেন বিষ্ণু চৌহান?