সংক্ষিপ্ত
ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আই লিগ থেকে যে বিতর্ক শুরু হয়েছিল, জাঁকজমকপূর্ণ আইএসএল-এও সেই বিতর্ক অব্যাহত।
আইএসএল-এ রেফারিং নিয়ে বিতর্ক এড়াতে এবার নতুন প্রস্তাব দিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ফিলিপ ডি রাইডার। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসি-র ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক এড়ানোর জন্য এবার অভিনব প্রস্তাব দিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ফিলিপ ডি রাইডার। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসি-র ২-১ গোলে জয় দেখলাম। সুনীল ছেত্রীকে অভিনন্দন। ও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ২ গোল করল। ওকে কুর্ণিশ জানাতেই হচ্ছে। আমার প্রস্তাব হল, চতুর্থ রেফারির জন্য ট্যাবলেট কিনে দেওয়া হোক। রেফারিকে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য টেলিভিশন চ্যানেলে স্লো মোশন দেখতে পারেন চতুর্থ রেফারি। বেঙ্গালুরু এফসি-কে জোড়া পেনাল্টি দেওয়া হয়নি। ভিএআর যদি অত্যধিক খরচসাপেক্ষ হয়, তাহলে একটা ট্যাবলেটেই কাজ হতে পারে। আমার এই প্রস্তাব ভেবে দেখা যেতে পারে।’
ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা প্রাক্তন কোচের
শুক্রবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি আইএসএল-এ নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের ২৯ মিনিটের মধ্যেই নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিং লাল কার্ড দেখার পরেও বাকি সময় ৯ জনে খেলে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল। গত ম্যাচে চলতি আইএসএল-এ প্রথম পয়েন্ট পাওয়ার পর শুক্রবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে হারিয়ে প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন কোচ ডি রাইডার। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘এই সন্ধ্যায় প্রথম ৩ পয়েন্টের জন্য ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা। ঠিক মনোভাব থাকলে সবকিছুই সম্ভব। ফুটবলপ্রেমীদের শুভ দিনের শুভেচ্ছা জানাচ্ছি।’
জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে ইস্টবেঙ্গল। একমাত্র ইস্টবেঙ্গলই এখনও পর্যন্ত জয় পায়নি। শুক্রবার সেই জয়ের খোঁজে অস্কার ব্রুজোঁর দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'৮ মাস বেতন পাইনি,' বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে সরব ব্রাজিলিয়ান তারকা, আসছেন ইস্টবেঙ্গলে?
বিতর্কিত কলকাতা ডার্বিতে ওডাফাকে লাল কার্ড দেখিয়েছিলেন, হরিশ কুণ্ডু সম্পর্কে কী বলছেন বিষ্ণু চৌহান?