ব্যালন ডি'অরের জন্য মনোনীত হননি, দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড পাবেন মেসি?

সংক্ষিপ্ত

২১ বছর পর ব্যালন ডি'অরের জন্য মনোনীত ৩০ জন ফুটবলারের প্রাথমিক তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার অন্য পুরস্কারের জন্য মনোনীত হলেন মেসি।

দ্য বেস্ট ফিফা পুরুষ ফুটবলার ২০২৪-এর জন্য মনোনীত হলেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। তাঁর সঙ্গেই এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জুড বেলিংহ্যাম, কার্ভাহাল, আরলিং হ্যালান্ড, টনি ক্রুস, কিলিয়ান এমবাপে, রডরি, ফেডেরিকো ভ্যালভার্ডে, ভিনিসিয়াস জুনিয়র, ফ্লোরিয়ান উইরৎজ, ল্যামিন ইয়ামালরা। ২০২৩ সালে এই পুরস্কার জিতেছিলেন মেসি। তিনি টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতার দৌড়ে। জাতীয় দল ও ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন। মেজর লিগ সকারের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার হয়ে উঠেছেন মেসি। এই কারণেই হয়তো তাঁকে দ্য বেস্ট ফিফা পুরুষ ফুটবলার ২০২৪-এর জন্য মনোনীত করা হয়েছে।

বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Latest Videos

এবার ব্যালন ডি'অরের জন্য মনোনীত হননি মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বছরের শেষদিকে ফিফার পুরস্কারের জন্য মনোনীত হলেন মেসি। কিন্তু এই পুরস্কার প্রাপকদের প্রাথমিক তালিকাতেও জায়গা পেলেন না রোনাল্ডো। সম্প্রতি উয়েফা নেশনস লিগে পর্তুগালের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রোনাল্ডো। তিনি সৌদি প্রো লিগের দল আল-নাসরের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু তারপরেও ফিফার পুরস্কারের জন্য বিবেচিত হলেন না রোনাল্ডো। এর অর্থ হতে পারে, এশিয়ার ক্লাব ফুটবল এবং উয়েফা নেশনস লিগকে খুব একটা গুরুত্ব দেয় না ফিফা। সেরা স্ট্রাইকারের পুরস্কারের জন্য অবশ্য মনোনীত হয়েছেন রোনাল্ডো। তবে তিনি সেরা ফুটবলারের তালিকায় নেই।

একই বছরে জোড়া পুরস্কার জিতবেন রডরি?

এবার ব্যালন ডি'অর জিতেছেন প্যারিসের তারকা রডরি। তিনি কি এবার দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডও পাবেন? স্পেনের ফুটবল মহল এই আশাই করছে। তবে অনেক পিছিয়ে এমবাপে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের ভারতে আসছেন লিওনেল মেসি, কোথায় খেলবে আর্জেন্টিনা? জেনে নিন বিস্তারিত

এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সুবাদে নতুন গৌরবের সুযোগ, ফের বিশ্বজয়ের লড়াইয়ে মেসি

ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill