নক-আউটের মুখে দাঁড়িয়ে মেসিরা, এবার প্রিয় দলের সমর্থনে 'মেসি মিষ্টি' নিয়ে এল দুর্গাপুরের মিষ্টি দোকান

Published : Dec 01, 2022, 01:37 PM ISTUpdated : Dec 01, 2022, 02:56 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

বিশ্বকাপের বাঙালির উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে। এবার বিশ্বকাপের উন্মাদনা আরও কয়েক গুণ বাড়িয়ে বাজারে এল মেসি মিষ্টি।

কাতারে চলছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল কার্নিভাল। ফুটবল জ্বরে ভাসছে গোটা বিশ্ব। কার্যত দুই রঙে দ্বিধাবিভক্ত হয়েছে বাংলাও। ফুটবল নিছকই একটা খেলার থেকে অনেক বেশি, ফুটবল যে একটা আবেগ তা আরও একবার প্রমাণ করল বাংলা তথা গোটা বিশ্ব। কোথাও নীল-সাদা পতাকা আবার কোথাও সবুল-হলুদ। শুধু কলকাতা নয় বিশ্বকাপের ঢেউ জেলাগুলিতেও। এবার দুর্গাপুরের মিষ্টি দোকানে দেখা গেল মেসি মিষ্টি। এরপর রোনাল্ড মিষ্টি তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়। বিভিন্ন দলের জার্সির রঙেও তৈরি হচ্ছে মিষ্টি। নক-আউট পর্বের আগেই বিশ্বকাপ ঘিরে আরও বাড়ছে উত্তেজনা।

বিশ্বকাপের বাঙালির উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে। এবার বিশ্বকাপের উন্মাদনা আরও কয়েক গুণ বাড়িয়ে বাজারে এল মেসি মিষ্টি। শুধু দলের স্ট্রাইকারদের আদলে মিষ্টিই নয়। থাকছে বিভিন্ন দলের জার্সির রঙের মিষ্টিও। এক একটি মেসি মিষ্টির দাম পাঁচ হাজার টাকা। তবু ক্রেতাদের উৎসাহে এতটুকু কমতি নেই। এরপর রোনাল্ডোর আদলেও মিষ্টি তৈরি হবে বলে জানা যাচ্ছে। প্রিয় দলের খেলোয়াড় ও জার্সির আদলের মিষ্টির চাহিদাও ক্রমশ বাড়ছে বলেই জানা যাচ্ছে।

পোল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে এবার নতুন করে স্বপ্ন বুনছেন গোটা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকরা। মেসি কি পারবে জীবনের শেষ বিশ্বকাপে হাসিমুখে ফিরতে? আর্জেন্টিনা কি পারবে আরও একবার দিয়েগোর যুগ ফিরিয়ে আনতে? শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর চারটি দল। এই মুহূর্তে গ্রুপ সি শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে পোল্যান্ড। অন্যদিকে গ্রুপ ডি-এর শীর্ষে ফ্রান্স এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। পরের রাউন্ডে পৌঁছতে গ্রুপ সি-এর প্রথম স্থানে থাকা দলকে খেলতে হবে গ্রুপ ডি-এর দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে। আবার গ্রুপ ডি-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আগামী ৩ ডিসেম্বর শনিবার আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এই ম্যাচের দিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। শনিবার রাতে কি ফের একবার মেসি ম্যাজিক দেখবে ভক্তরা? এই মুহূর্তে বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের মুখে শুধু একটাই কথা 'ভ্যামোস মেসি, ভ্যামোস আর্জেন্টিনা।'

আরও পড়ুন - 

পোল্যান্ডকে হারিয়ে নক-আউটে আর্জেন্টিনা, শেষ ষোলোয় কোন দলের মুখোমুখি হবে মেসিরা?

মেসির পেনাল্টি মিস, পোল্যান্ডকে ২-০ হারিয়ে বিশ্বকাপের নক-আউটে আর্জেন্টিনা

গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে দ্বিতীয় দল নামাতে পারে ব্রাজিল

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল