'বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি', দু'গোলেই সন্তুষ্ট নন রিচার্লিসন, একমাত্র লক্ষ্য এখন বিশ্বকাপ জয়

Published : Nov 25, 2022, 07:08 PM IST
Richarlison scored hat trick, Brazil beat germany by 4-2 goals in Tokyo 2020 Olympics spb

সংক্ষিপ্ত

বিশ্বকাপ জেতার আগে কোনও মতেই থামতে রাজি নন তিনি। উল্টে সকলে মনে করিয়ে দিলেন, যে বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি। কাপ জেতার অব্দি সন্তুষ্ট হচ্ছেন না রিচার্লিসন।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই সার্বিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়লাভ করেছে ব্রাজিল। হলুদ জার্সিধারীদের দাপটে এক অন্য ফুটবলের সাক্ষী থাকল গোটা দেশ। রিচার্লিসনের বাইসাইকেল কিক মুগ্ধ করেছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। কিন্তুই এতেই সন্তুষ্ট নন রিচার্লিসন। বিশ্বকাপে ব্রাজিলের হয় গোল করেও আনন্দে মাতেননি তিনি। বিশ্বকাপ জেতার আগে কোনও মতেই থামতে রাজি নন তিনি। উল্টে সকলে মনে করিয়ে দিলেন, যে বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি। কাপ জেতার অব্দি সন্তুষ্ট হচ্ছেন না রিচার্লিসন।

বৃহস্পতিবার রাতে খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচার্লিসন জানান, 'দারুণ একটা রাত। তিতে বলেন, গোলের গন্ধ পাওয়া যায়। আমরা সেটাই পাচ্ছি। আমাদের আসল লক্ষ্যে পৌঁছতে এখনও ছ'টা ম্যাচ বাকি।' আগামী সোমবার, ২৮ নভেম্বর গ্রুপ জি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন নেইমাররা। সেই ম্যাচ জিতলেই নক-আউট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিল। ২ ডিসেম্বর ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। বিশ্বকাপের দৌঁড়ে এখনও বেশ খানিকটা পথ পেরোতে হবে ব্রাজিলকে।

২০২২ সালে কাতারের স্টেডিয়ামে ফের 'জোগো বোনিতো' ফিরিয়ে আনল ব্রাজিল। যার অর্থ সুন্দর ফুটবল। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে সঠিক অর্থের সেই সুন্দর ফুটবল দেখা গেল। ৯০ মিনিট ধরে হলুদ জার্সিধারীদের দাপটে দিশেহারা হয়ে গেল সার্বিয়ার রক্ষণ। গোটা ম্যাচে একটাই দল ক্রমাগত আক্রমণ করে গেল। রিচার্লিসনের বাইসাইকেল কিক অবাক করেছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের। দাপট দেখিয়েছেন নেইমার, স্যান্দ্রো, ক্যাসেমিরোক্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়ররাও। প্রাক্তন কোচ দুঙ্গার আমলে হারিয়ে যাওয়া ব্রাজিল ফুটবলের সৌন্দর্য আবারও তিতের হাত ধরে ফিরে এসেছে বলেই মনে করছেন অনেকে।

সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছিল ব্রাজিল। অবশেষে ২-০ গোলে জয়লাভও করে ব্রাজিল। কিন্তু এই জয়ের চাইতেও অনেক বেশি সুন্দর ছিল ৯০ মিনিটের খেলা। রিচার্লিসনের জোড়া গোল। বাইসাইকেল কিক। অসাধারণ আক্রমণ। তাছাড়াও ৫৯ মিনিটের মাথায় পোস্টে লেগে ফিরে আসে স্যান্দ্রোর দূরপাল্লার শট। ৮১ মিনিটের মাথায় ক্যাসেমিরোর শট বারে লেগে ফিরে আসে। নেইমার ভিনিসিয়াস জুনিয়রদের একাধিক দেখার মতো শট ব্রাজিলের পুরনো ফুটবলের প্রত্যাবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন - 

প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেলেন নেইমার, পরের ম্যাচগুলিতে কি আদৌ দেখা যাবে তাঁকে? আশঙ্কায় সমর্থকরা

মাঠ ছাড়ার আগে পরিপাটি করে পরিষ্কার করলেন ড্রেসিংরুম, মাঠের বাইরেও বিশ্ববাসীর মন জয় করলেন জাপানি ফুটবলাররা

রিচার্লিসনের জোড়া গোল, বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

PREV
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা