এখনও ভালো রকম ফুলে রয়েছে গোড়ালি, নকআউটেও কি দেখা যাবে না নেইমারকে? আশঙ্কায় সমর্থকরা

Published : Dec 02, 2022, 02:31 PM IST
Neymar

সংক্ষিপ্ত

শুক্রবারই ক্যামারুনের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। কিন্তু এই ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। এখনও পায়ের চোট সারেনি ব্রাজিল তারকার।

গোড়ালিতে চোট এখনও সারেনি নেইমারের। গ্রুপ পর্বের ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না সে কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু নেইমারের শারীরিক অবস্থা দেখে নক-আউট পর্বেও তাঁকে দেখা যাবে কি না সে বিষয় স্পষ্ট কিছুই জানাতে পারছে না তিতের দল। শুক্রবারই ক্যামারুনের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। কিন্তু এই ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। এখনও পায়ের চোট সারেনি ব্রাজিল তারকার। ভালোরকম ফুলে রয়েছে গোড়ালি। এই অবস্থায় বিশ্বকাপের আর কোনও ম্যাচে নেইমারকে দেখা যাবে কি না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করছে চিকিৎসক মহল।

সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। গ্রুপ পর্বের ম্যাচে চোটের কারণে খেলতে না পারলেও নক-আউট পর্বে তিনি অবশ্যই খেলতে পারবে্ন বলে আশাবাদী ছিলেন কোচ তিতে। কিন্তু দেখা যাচ্ছে নেইমারের চোট যতটা গুরুতর বলে মনে করা হয়েছিল তার থেকেও অনেক বেশি। তাঁর লিগামেন্টে বড় সড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। খুব ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখনও ভালো রকম ফোলা গোড়ালি। এই অবস্থায় বিশ্বকাপের বাকি ম্যাচ গুলোতেও নেইমারকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে।

সার্বিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে দূরন্ত জয়ের মধ্য দিয়েই 'জোগো বোবনিতো' ফিরিয়ে আনল ব্রাজিল। তিতের শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপট দেখালো হলুদ জার্সিধারীরা। ব্রাজিলের হারিয়ে যাওয়া স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবলকেই এবার ফিরিয়ে এনেছে নেইমার, রিচার্লিসনরা। কিন্তু জয়ের উচ্ছ্বাসের মধ্যেও দুঃসংবাদ। ম্যাচের ৮০ মিনিটের মাথায় গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে। শুধু তাই নয় যন্ত্রণায় কাতরাতেও দেখা যায় ব্রাজিল অধিনায়ককে। ঘটনায় পরের ম্যাচগুলিতে নেইমারের উপস্থিতি নিয়ে রীতিমত আশঙ্কা তৈরি হয় সমর্থকদের মধ্যে। কিন্তু কতটা গুরুতর নেইমারের চোট?

সাংবাদিক সম্মেলনে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর সঙ্গে সংঘাত হওয়ার জেরেই ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হয়েছিল। খেলা শেষেও অব্যহত ছিল চিকিৎসা। চোটের বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা পেতে এমআরআইয়ের করা হয়েছে। কাল ওই পরীক্ষার রিপোর্ট আসবে। তবে ২৪ থেকে ৪৮ ঘন্টার আগে কিছুই বলা যাবে না। আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।

আরও পড়ুন - 

জার্মানির পর স্পেনকে হারিয়ে নজির, শেষ ষোলোয় কার মুখোমুখি হবে জাপান?

'পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না', পেনাল্টি মিস করায় মেসির উপর ক্ষুব্ধ তসলিমা নাসরিন

স্পেনের বিরুদ্ধে ২-১ গোলে জয়, গ্রুপ ই-র শীর্ষে থেকে নক-আউটে জাপান

PREV
click me!

Recommended Stories

'আমি যা আশা করেছিলাম তা ছিল না,' দূর থেকে আসা মেসিভক্তদের জন্য ব্যথিত সৌভিক চক্রবর্তী
Messi in Kolkata: ভাঙল চেয়ার, উড়ল জলের বোতল! জাল ছিঁড়ল গোলপোস্টের, জনতার তাণ্ডব যুবভারতীতে