নক-আউটে প্রথম গোল পেয়ে আত্মবিশ্বাসী মেসি, ডাচদের বিরুদ্ধে রেকর্ড বদলাতে মরিয়া আর্জেন্টিনা

Published : Dec 08, 2022, 06:11 PM IST
Argentina Football Team

সংক্ষিপ্ত

শুক্রবার কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে ২ দলই আত্মবিশ্বাসী। অসাধারণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

১৯৯৪ সালের পর থেকে এখনও পর্যন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারেনি নেদারল্যান্ডস। ১৯৯৮ সালে আর্জেন্টিনা, ২০১০ সালে ব্রাজিলকে হারিয়ে দেয় ডাচরা। আর্জেন্টিনার বিরুদ্ধে অতীত রেকর্ডও ভার্জিল ভ্যান ডাইক, কডি গাকপোদের পক্ষে। ডাচদের বিরুদ্ধে গত ৩ ম্যাচে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশ্বকাপে সেমি ফাইনালে টাইব্রেকারে জয় পান লিওনেল মেসিরা। এবার এই রেকর্ড বদলানোই লক্ষ্য আর্জন্টিনার। বিশ্বকাপের নক-আউটে প্রথম গোল পেয়েছেন মেসি। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই গোল মেসির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তিনি নেদারল্যান্ডসের জালেও বল জড়াতে মরিয়া। গাকপো, মেমফিস ডিপেরাও বেশ ভাল ফর্মে আছেন। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। ফলে কোয়ার্টার ফাইনালে নামার আগে ২ দলই তৈরি। ২৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। ২৪ বছর আগে জয় পেয়েছিল ডাচরা। এবার সোই হারের বদলা নিতে তৈরি মেসিরা।

প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। গাকপে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে। গোলের জন্য তাঁর উপরেই ভরসা করছে দল। ডিপে, ডেনজিল ডামফ্রাইজ, ডেলে ব্লাইন্ডরাও তৈরি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত ডাচরা। সেই কারণে বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী ডাচ কোচ লুই ভ্যান গাল।

ইতিহাস আর্জেন্টিনার পক্ষে না থাকলেও, নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি মেসিরা। অ্যাঞ্জেল ডি মারিয়া, লটারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, মার্কোস অ্যাকুনারা বেশ ভাল ফর্মে। মেসি নিজে গোল করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। আর্জেন্টিনার রক্ষণও বেশ ভাল খেলছে। ফলে কোচ লিওনেল স্কালোনির চিন্তা অনেকটাই কমেছে।

কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে ভাল খবর, ফিট হয়ে উঠেছেন ডি মারিয়া। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন। তবে চোট পেয়ে অনিশ্চিত পাপু গোমেজ। সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডিই খেলবেন। লিজান্দ্রো মার্টিনেজের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। আক্রমণে আর্জেন্টিনার অন্যতম ভরসা এনজো ফার্নান্ডেজ। 

স্কালোনি বলেছেন, তাঁর দল মেসির উপর নির্ভরশীল নয়। কিন্তু যে দলে এরকম একজন মহাতারকা আছেন, সেই দলের বাকিদের উপর স্বাভাবিকভাবেই প্রচারের আঅলো কম। এটা আর্জেন্টিনা দলের পক্ষে ভাল হতে পারে। নেদারল্যান্ডসের ডিফেন্ডাররা মেসির দিকে বেশি নজর দিলে ডি মারিয়া, এনজোরা জায়গা পেয়ে যাবেন।

আরও পড়ুন-

প্রথম কোয়ার্টার ফাইনালে সামনে ক্রোয়েশিয়া, আক্রমণেই বাজিমাত করার লক্ষ্যে ব্রাজিল

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার খবর অস্বীকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

টাইব্রেকারে নায়ক ইয়াসিন বোনো, স্পেনকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে মরক্কো

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ! স্টেডিয়ামের ভিতরে ঘটে যাওয়া ঘটনার দায় নিতে নারাজ শতদ্রু
Messi in Mumbai: রবির মুম্বইতে মেসি ম্যাজিক! রাজপুত্রর থেকে ফুটবল প্রশিক্ষণ খুদেদের, দেখা হবে সচিন-ধোনি-রোহিত-সুনীলের সঙ্গে?