বিশ্বকাপ জিতে মারাদোনাদের চেয়ে ১৪ গুণেরও বেশি প্রাইজ মানি পেলেন মেসিরা

ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনিয়ানরা।

 

১৯৮৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা প্রাইজ মানি হিসেবে পেয়েছিল ২৮ লক্ষ মার্কিন ডলার। এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসিরা পেলেন ৪ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা। মারাদোনাদের চেয়ে ১৪ গুণেরও বেশি অর্থ পেলেন মেসিরা। এছাড়া বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য প্রস্তুতির খরচ বাবদ ১৫ লক্ষ মার্কিন ডলার পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রাইজ মানি দেওয়া হল। রাশিয়ায় গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ৩ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার পেয়েছিল ফ্রান্স। এবার তার চেয়ে ৪০ লক্ষ মার্কিন ডলার বেশি পেল আর্জেন্টিনা। গ্রুপ থেকে বিদায় নেওয়া দলগুলিও যেমন বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য অর্থ পেয়েছে, তেমনই প্রতিটি পর্বের জন্য আলাদা আর্থিক পুরস্কার দিয়েছে ফিফা। কোনও দলই বঞ্চিত হয়নি। সবাই কিছু না কিছু আর্থিক সুবিধা পেয়েছে।

১৯৮২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ২২ লক্ষ মার্কিন ডলার পেয়েছিল ইতালি। ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পায় ২৮ লক্ষ মার্কিন ডলার। ১৯৯০ সালে বিশ্বকাপ জিতে তৎকালীন পশ্চিম জার্মানি প্রাইজ মানি পায় ৩৫ লক্ষ মার্কিন ডলার। ১৯৯৪ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল পেয়েছিল ৪০ লক্ষ মার্কিন ডলার। ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতে ফ্রান্স পায় ৬০ লক্ষ মার্কিন ডলার। ২০০২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল পায় ৮০ লক্ষ মার্কিন ডলার। ২০০৬ সালের বিশ্বকাপে প্রাইজ মানি আড়াই গুণ বেড়ে যায়। সেবারের বিশ্বকাপ জিতে ইতালি পায় ২ কোটি মার্কিন ডলার। ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে স্পেন পায় ৩ কোটি মার্কিন ডলার। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হয়ে পায় ৩ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার।

Latest Videos

এবার রানার্স হয়ে ফ্রান্স পেয়েছে ৩ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানাধিকারী ক্রোয়েশিয়া পেল ২ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার। চতুর্থ স্থানাধিকারী মরক্কো পেল ২ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া ৪ দল ব্রাজিল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও পর্তুগাল প্রাইজ মানি হিসেবে পেল ১ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার করে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ৮ দল দক্ষিণ কোরিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন ও সুইৎজারল্যান্ড প্রাইজ মানি হিসেবে পেল ১ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার করে। গ্রুপ থেকেই বিদায় নেওয়া কাতার, ইকুয়েডর, ওয়েলশ, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, টিউনিশিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য পেল ৯০ লক্ষ মার্কিন ডলার করে।

আরও পড়ুন-

আমরা ফিরব, বিশ্বকাপ ফাইনালে মেসিদের কাছে হারের পর বার্তা কিলিয়ান এমবাপের

Argentina : ৩৬ বছর পর বিশ্বকাপ জয়, নাচে-গানে উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা

মেসি খেলতে চাইলে পরের বিশ্বকাপেও দলে থাকবেন, বার্তা আর্জেন্টিনার কোচের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন