পেলের জন্য প্রার্থনা করুন, আর্জি ব্রাজিলের সহকারী কোচ সিজার স্যাম্পাইওর

অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি পেলে। তবে তিনি আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি পেলের জন্য সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের প্রার্থনা করার আর্জি জানালেন ব্রাজিল ফুটবল দলের সহকারী কোচ সিজার স্যাম্পাইও। তিনি বলেছেন, 'সবাই পেলের জন্য প্রার্থনা করুন। আপনাদের ধর্ম যাই হোক না কেন, আমাদের আর্জি, আপনারা পেলের জন্য প্রার্থনা করুন। তিনি এমন একজন ব্যক্তি, যিনি শুধু অ্যাথলিট হিসেবেই না, মানুষ হিসেবেও আমাকে প্রভাবিত করেছেন। তিনি এমন একজন, যাঁর সঙ্গে কথা বলতে গিয়েও সমস্যা হয়। সেই কারণেই তাঁর অসুস্থতা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন।' ৮২ বছর বয়সি পেলে গত মঙ্গলবার থেকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সেই কারণে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা উদ্বিগ্ন। ব্রাজিল দলের সদস্যরাও তাঁদের দেশের কিংবদন্তি ফুটবলারের জন্য প্রার্থনা করছেন। এর মধ্যে নানা গুজবও শোনা যাচ্ছে। এমনকী, পেলের মৃত্যুসংবাদও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পেলের অবস্থা আপাতত স্থিতিশীল।

গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত পেলের চিকিৎসা চলছে। অস্ত্রোপচার করে তাঁর কোলন থেকে টিউমার সফলভাবে বের করতে সক্ষম হন চিকিৎসকরা। তারপর থেকেই পেলের কেমোথেরাপি চলছে। কিন্তু শনিবার জানা যায়, পেলেকে 'এন্ড অফ লাইফ কেয়ার'-এ রাখা হয়েছে। এরপরেই পেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। কিন্তু পেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, তিনি এখন ভাল আছেন। হাসপাতালের পক্ষ থেকেও জানানো হয়েছে, পেলে এখন স্থিতিশীল। ফলে ফুটবলপ্রেমীরা অনেকটাই স্বস্তিতে।

Latest Videos

রবিবার পেলের জন্য প্রার্থনা করার কথা বলেছেন ব্রাজিলের কোচ তিতেও। তিনি বলেছেন, 'আমার সঙ্গে যখন পেলের দেখা হয়, তখন আমি ওঁকে শুভেচ্ছা জানাই। তখন আমার সারা শরীর কাঁপছিল। ওঁর সঙ্গে করমর্দন করার সময় আমার হাত কাঁপছিল। আমার হাত ঘেমে উঠেছিল, আমার হৃদকম্পন বেড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল, অসাধারণ মুহূর্ত। পেলেকে শুভেচ্ছা জানানোর সুযোগ পাওয়া অসামান্য। পেলে এখন অসুস্থ। সেই কারণে আমরা সবাই উদ্বিগ্ন। এটা আমাদের সবার জন্যই কঠিন মুহূর্ত। আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

আর্সেনালের প্রাক্তন কোচ এবং বর্তমানে ফিফার হেড অফ গ্লোবাল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গারও পেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'পেলে আমার ছোটবেলার আদর্শ। আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

আরও পড়ুন-

এমবাপের জোড়া গোল, পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

চোট সারিয়ে অনুশীলনে নেইমার, সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা উজ্জ্বল

অস্ট্রেলিয়ার বাধা টপকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia