এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে নক-আউটে জায়গা করে নিয়েছিল ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেলেন কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরুরা।
ইতালি ও ব্রাজিল ছাড়া আর কোনও দল পরপর ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। কাতারে কি এবার সেই নজির স্পর্শ করতে পারবে ফ্রান্স? সম্ভাবনা কিন্ত ক্রমশঃ উজ্জ্বল হচ্ছে। অসাধারণ ফর্মে কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যানরা। চোটের জন্য দলের সেরা কয়েকজন ফুটবলার খেলতে পারছেন না। কিন্তু তাতেও বিন্দুমাত্র সমস্যা নেই ফরাসি কোচ দিদিয়ের দেশঁর। তিনি ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের নজির গড়েছেন। এবার কোচ হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ জেতার নজির গড়াই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যে আরও একটি ধাপ রবিবার পেরিয়ে গেল ফরাসিরা। প্রি-কোয়ার্টার ফাইনালে সহজেই পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। ৪৪ মিনিটে এমবাপের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন জিরু। এরপর ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপে। এরপর আর পোল্যান্ডের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। ৯০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ফলে সহজ জয় পেল ফ্রান্স।
এদিন এক অসাধারণ নজির গড়লেন জিরু। তিনি ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। এদিন আন্তর্জাতিক ম্যাচে নিজের ৫২-তম গোল করেন জিরু। তিনি আন্তর্জাতিক ম্যাচে গোলের নিরিখে ফ্রান্সের প্রাক্তন তারকা থিয়েরি অঁরিকে ছাপিয়ে গেলেন।
এদিন ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের দাপট ছিল। তবে পোল্যান্ডও মাঝেমধ্যেই ফরাসি রক্ষণে আতঙ্ক তৈরি করছিল। ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে একাধিকবার নিশ্চিত গোল বাঁচাতে হয়। ফলে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারছিল না ফ্রান্স। তবে এমবাপে দ্বিতীয় গোল করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পোল্যান্ড। এমবাপে তৃতীয় গোল করার পর অবশ্য কিছুটা আত্মতুষ্ট হয়ে পড়েন ফ্রান্সের ডিফেন্ডাররা। তার ফলেই পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পান লেওয়ানডস্কি।
পরপর ৩ বার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব পেরিয়ে গেল ফ্রান্স। এর মধ্যে গতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ বার প্রি-কোয়ার্টার ফাইনাল খেলেছে ফ্রান্স। প্রতিটি ম্যাচই জিতেছে তারা। দেশঁর কোচিংয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপের নক-আউট পর্বে ৭ ম্যাচের মধ্যে মাত্র১ ম্যাচ হেরেছে ফ্রান্স। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল ফ্রান্স। তারপর থেকে বিশ্বকাপের নক-আউটে আর হারেনি দেশঁর দল। এবারও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ফ্রান্সের।
আরও পড়ুন-
চোট সারিয়ে অনুশীলনে নেইমার, সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা উজ্জ্বল
অস্ট্রেলিয়ার বাধা টপকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা
মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস