অস্ট্রেলিয়ার বাধা টপকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা

অস্ট্রেলিয়া ২ গোলে পিছিয়ে পড়ার পর শেষদিকে লড়াই করল। ব্যবধান কমানোর পর তারা সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল। ম্যাচে হয়তো সমতা ফিরেও আসত। কিন্তু শেষমুহূর্তে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ সেভ করে দলকে বাঁচিয়ে দিলেন। 

/ Updated: Dec 04 2022, 12:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা যে জয় পাবে, সে বিষয়ে বোধাহয় বিশেষ কারও সংশয় ছিল না। অস্ট্রেলিয়া কতটা লড়াই করতে পারে, সেটা নিয়েই আগ্রহ ছিল। অস্ট্রেলিয়া ২ গোলে পিছিয়ে পড়ার পর শেষদিকে লড়াই করল। ব্যবধান কমানোর পর তারা সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল। ম্যাচে হয়তো সমতা ফিরেও আসত। কিন্তু শেষমুহূর্তে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ সেভ করে দলকে বাঁচিয়ে দিলেন। ফলে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে লড়াই নেদারল্যান্ডসের সঙ্গে। এদিনও আর্জেন্টিনার জয়ের নায়ক হয়ে থাকলেও লিওনেল মেসি। এটা ছিল ক্লাব ও দেশ মিলিয়ে তাঁর ১০০০-তম ম্যাচ। সেই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন 'এল এম টেন'। ৩৫ মিনিটের মাথায় তাঁর গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এই প্রথম বিশ্বকাপের নক-আউট পর্বের কোনও ম্যাচে গোল পেলেন মেসি। বিশ্বকাপে ৯ গোল হয়ে গেল তাঁর। বিশ্বকাপে গোলসংখ্যায় প্রয়াত দিয়েগো মারাদোনাকে ছাপিয়ে গেলেন মেসি। দেশ ও ক্লাব মিলিয়ে ১০০০ ম্যাচে তাঁর মোট গোল ৭৮৯।

Read more Articles on