কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের জঘন্যতম একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এবারের বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গিয়েছে পর্তুগাল। ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। কিন্তু তারপরেও তাঁর পারফরম্যান্স বিশেষ কাউকে সন্তুষ্ট করতে পারেনি।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের জঘন্যতম একাদশে জায়গা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গ্রুপের ৩ ম্যাচই খেলেছেন পর্তুগালের তারকা। তিনি ১ গোলও করেছেন। কিন্তু তারপরেও তাঁর জঘন্যতম একাদশে স্থান পাওয়া অনেককেই অবাক করেছে। কাতারের ৪ ফুটবলারকে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে। সেই তালিকাতেই আছেন রোনাল্ডোও। তাঁর রেটিং ৬.৩৭। সতীর্থদের কাছ থেকে ঠিকমতো বল পাচ্ছেন না রোনাল্ডো। ফলে মাঠেই তিনি বিরক্তি প্রকাশ করছেন। তাঁর মাথায় বল না লাগা সত্ত্বেও সতীর্থের করা গোলকে নিজের বলে দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয়েছে 'সি আর সেভেন'-কে। কিন্তু তিনি গ্রুপ পর্যায়ে সবচেয়ে খারাপ খেলা ফুটবলারদের তালিকায় থাকবেন, এটা তাঁর এত বছরের সুনামের সঙ্গে মানানসই নয়। সেই কারণেই রোনাল্ডোর অনুরাগীরা হতাশ। তবে তাঁদের আশা, নক-আউটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সমালোচনার জবাব দেবেন পর্তুগিজ তারকা।

রোনাল্ডোকে জঘন্যতম একাদশে রাখা নিয়ে ব্যাখ্যায় জানানো হয়েছে, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গ্রুপ পর্যায়ে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি সতীর্থদের খেলায় বিরক্ত। নিজেও বিশেষ কিছু করতে পারছেন না। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজেদের বক্সে কর্নার বিপদমুক্ত করার বদলে তিনি মাথা নামিয়ে নেন। বল তাঁর মাথার উপর দিয়ে কিম ইয়ং-গাউনের কাছে চলে যায় এবং তিনি গোল করেন। পারফরম্যান্স ভাল না হওয়াই রোনাল্ডোকে জঘন্যতম একাদশে রাখার কারণ।'

Latest Videos

গ্রুপ পর্যায়ে সব দল যত মিনিট খেলেছে, তার মধ্যে ৬০ শতাংশ সময় যে ফুটবলাররা খেলেছেন, তাঁদের মধ্যে থেকে পারফরম্যান্সের বিচারে এই একাদশ তৈরি করা হয়েছে। গোলকিপার হিসেবে আছেন কাতারের মেশাল বারশাম। ২ ম্যাচ খেলে তিনি ৫ গোল হজম করেন। ২ সেন্টার-ব্যাক কোস্টারিকার ফ্রান্সিস্কো কালভো ও অস্কার ডুরাটি। লেফট ব্যাক কাতারের হোমাম আহমেদ। রাইট ব্যাক কানাডার অ্যালিস্টেয়ার জনস্টন। মিডফিল্ডার হিসেবে আছেন সৌদি আরবের আবদুলেলাহ আল-মালিকি, কাতারের করিম বুদিয়াফ, কানাডার তাজন বুকানন ও অস্ট্রেলিয়ার ম্যাথু লেকি। স্ট্রাইকার হিসেবে রোনাল্ডোর সঙ্গে রাখা হয়েছে কাতারের আলময়োজ আলিকে।

মঙ্গলবার রাতে নক-আউটে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। সেই ম্যাচ রোনাল্ডোর কাছে বড় পরীক্ষা। তাঁকে ভাল পারফরম্যান্স দেখাতেই হবে। এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মাঠের বাইরের বিতর্ক দূরে সরিয়ে রেখে দলের জন্য নিজের সেরাটা দিতে হবে রোনাল্ডোকে।

আরও পড়ুন-

পেলের জন্য প্রার্থনা করুন, আর্জি ব্রাজিলের সহকারী কোচ সিজার স্যাম্পাইওর

এমবাপের জোড়া গোল, পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

অস্ট্রেলিয়ার বাধা টপকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury