রবিবার বিশ্বকাপ ফাইনাল। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শুরু ম্যাচ। বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উন্মাদনা দেখা যাচ্ছে।
১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে দেশকে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন। ২০১৮ সালে কোচ হিসেবে দেশকে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতান। এবার বিশ্বের তৃতীয় দল হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ জেতাতে চান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। তিনি জানিয়েছেন, 'আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই দল নিয়ে গর্বিত। আমরা একটা কথাই জানি, আমাদের পরপর ২ বার বিশ্বকাপ জেতার সুযোগ আছে। আমরা পরপর ২ বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই দুর্দান্ত সাফল্য পেয়েছি। আমরা রবিবার সন্ধেবেলা ফের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের সর্বস্ব দেব। আমরা যাতে খুশি মনে মাঠ ছাড়তে পারি, তার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি নিজের কথা ভাবছি না। আমরা যে এই সাফল্য পেয়েছি, সেটা ভেবেই আমার খুব ভাল লাগছে।' ফ্রান্সের কোচ আশাবাদী, তাঁর দল পরপর ২ বার বিশ্বকাপ জিতবে। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ এবং ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর ২ বার বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়। এরপর আর কোনও দল পরপর ২ বার বিশ্বকাপ জিততে পারেনি। ফ্রান্স এবার ইতালি ও ব্রাজিলের কৃতিত্বে ভাগ বসাতে চাইছে।
এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। করিম বেঞ্জেমা, পল পোবগা, এন'গোলো কন্তের মতো প্রথম দলের একাধিক ফুটবলার চোট পেয়ে এবারের বিশ্বকাপে খেলতে পারেননি। তা সত্ত্বেও ফ্রান্সের ফাইনালে উঠতে কোনও সমস্যা হয়নি। গ্রুপ ডি-তে অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করে ফ্রান্স। গ্রুপের শেষ ম্যাচে টিউনিশিয়ার বিরুদ্ধে প্রথম দলের একাধিক ফুটবলারকে রিজার্ভ বেঞ্চে রেখে হেরে যায় দেশঁর দল। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে উড়িয়ে দেয় ফরাসিরা। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দেয় ফ্রান্স। সেমি ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দেন কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরুরা।
এখনও পর্যন্ত ৩ বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে ফ্রান্স। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সময় ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে দেন জিনেদিন জিদানরা। ২০০৬ সালে অবশ্য ইতালির কাছে টাইব্রেকারে হেরে রানার্স হয় ফ্রান্স। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে সহজেই হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ফরাসিরা। এবার ফের বিশ্বকাপ জেতাই লক্ষ্য। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন এমবাপেরা। আর্জেন্টিনা অত্য়ন্ত শক্তিশালী দল। তবে লিওনেল মেসিদের আটকে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা শুরু করেছে ফ্রান্স শিবির।
আরও পড়ুন-
মাদ্রিদ ছেড়ে ব্যক্তিগত বিমানে দুবাই ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিশ্বকাপে ব্যর্থতা, পদত্যাগ করতে বাধ্য হলেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস
বিশ্বকাপ সেমি ফাইনালের রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের মরক্কোর