বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স বনাম আর্জেন্টিনা, এমবাপে জ্বরে মাতোয়ারা ফরাসডাঙ্গা

একটা সময় চন্দননগরের নাম ছিল ফরাসডাঙ্গা। আজ ফ্রান্সের পতাকা, ফুটবল, রকমারি সজ্জায় ভাসছে ফরাসডাঙ্গা, থাকছে জায়েন্ট স্কিনও আবার আর্জেন্টিনার সমর্থকরা বলছে কাপ উঠবে মেসির হাতেই ।

Share this Video

একটা সময় চন্দননগরের নাম ছিল ফরাসডাঙ্গা | আজও চন্দননগরের বাসিন্দাদের মনে ফরাসিদের জন্য আলাদা অনুভূতি রয়েছে | আর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স বনাম আর্জেন্টিনা | ফ্রান্সের পতাকা, ফুটবল, রকমারি সজ্জায় সেজে উঠেছে এই ফরাসডাঙ্গা | চন্দননগর পুরোনিগম আয়োজন করেছে জায়েন্ট স্কিনের | কোথাও ফ্রান্সের পতাকার রং গালে লাগিয়ে সমর্থক দের স্লোগান 

Related Video