মেসির বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ করতে দেব না, হুঁশিয়ারি অলিভিয়ের জিরুর

Published : Dec 15, 2022, 07:44 PM IST
Olivier Giroud

সংক্ষিপ্ত

রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। সমর্থকদের পাশাপাশি ২ দলের ফুটবলাররাও তেতে উঠছেন।

২০১৮ সালে বিশ্বকাপ জেতার পথে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। সে কথা মনে করিয়ে দিয়ে এবারের বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসিদের হুঁশিয়ারি দিচ্ছেন ফ্রান্সের তারকা অলিভিয়ের জিরু। তাঁর বক্তব্য, 'মেসি অবিশ্বাস্য খেলোয়াড়। কিন্তু আমরা ওকে সেরা রাত উপভোগ করতে দেব না। আমরা এই ম্যাচ জিততে চাই। আমরা আরও একবার বিশ্বকাপ জিততে চাই। আমরা মেসিকে আটকানোর জন্য সবরকম চেষ্টা করব। তবে আর্জেন্টিনা দলে শুধু একা মেসিই নেই, ওদের দলে আরও অনেকজন ভাল খেলোয়াড় আছে। আমার মনে হয়, সেই কারণেই ওদের দল এত শক্তিশালী।' এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স, ২ দলই অসাধারণ ফুটবল খেলছে। ফলে ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তৃতীয় দল হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে মাঠে নামছে ফ্রান্স। অন্যদিকে, ২০১৪ সালের বিশ্বকাপে রানার্স হওয়ার পর এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া আর্জেন্টিনা।

২০১৮ সালের সেই ম্যাচে অসাধারণ খেলেছিলেন ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার এন'গোলো কন্তে। তিনি লিওনেল মেসিকে নিজের ছন্দে খেলতে দেননি। চোটের জন্য এবারের বিশ্বকাপে খেলতে পারলেন না কন্তে। তবে তিনি দলে না থাকলেও, মেসিকে আটকানোর জন্য যে ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ ও ফুটবলাররা বিশেষ পরিকল্পনা করছেন, সেই ইঙ্গিত দিয়েছেন জিরু। তিনি জানিয়েছেন, 'আমি জানি না আমাদের বিশেষ কোনও পরিকল্পনা প্রয়োজন কি না। ২০১৮ সালের সেই ম্যাচের কথা আমার মনে আছে। এন'গোলো সারা ম্যাচেই মেসির পিছনে লেগে ছিল। তবে এবার আমাদের পরিকল্পনা কী হবে আমি জানি না। কোচের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে হবে আমাদের।'

ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে প্রথম গোল করা ডিফেন্ডার থিও হার্নান্ডেজ আবার বলেছেন, তাঁরা মেসিকে ভয় পাচ্ছেন না। মরক্কোকে হারানোর পর এই ফরাসি ডিফেন্ডার বলেছেন, 'পরপর ২ বার বিশ্বকাপ ফাইনাল খেলা অবিশ্বাস্য মুহূর্ত। আমরা ভাল খেলেই ফাইনালে উঠে এসেছি। আমাদের কাজটা কঠিন ছিল তবে আমরা এখন বিশ্বকাপ ফাইনালে। আমরা ফাইনাল ম্যাচ জেতার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের এখন ফাইনাল ম্যাচ নিয়ে ভাবতে হবে। আমি ক্লান্ত কিন্তু বিশ্বকাপের সেমি ফাইনাল জিতে আনন্দ হচ্ছে। এবার আমাদের ক্লান্তি কাটিয়ে উঠে রবিবার ফাইনালের জন্য তৈরি হতে হবে। মেসিকে আমরা ভয় পাচ্ছি না। আর্জেন্টিনা অবিশ্বাস্য দল তবে আমাদের কাছে তৈরি হওয়ার জন্য কয়েকদিন আছে।'

আরও পড়ুন-

লড়াই করেও হার মরক্কোর, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সামনে ফ্রান্স

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা লড়াই, পরিসংখ্যান কাদের পক্ষে?

পরিবর্ত হিসেবে নেমে ৪৪ সেকেন্ডেই গোল, ফ্রান্সের নায়ক র‍্যান্ডাল কোলো মুয়ানি

PREV
click me!

Recommended Stories

এসআইআর শুনানিতে মোহনবাগানের কিংবদন্তি কর্তা স্বপনসাধন বসুকে তলব নির্বাচন কমিশনের
প্রস্তাব পেলে কোচ হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরবেন, বার্তা ওয়েন রুনির