লড়াই করেও হার মরক্কোর, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সামনে ফ্রান্স
আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে আগেই ইতিহাস গড়েছিল মরক্কো। তবে ইয়াসিন বোনোরা সেখানেই থেমে যেতে চাননি। তাঁরা ফ্রান্সের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করলেন। তবে শেষরক্ষা হল না।
স্বপ্নের ফাইনাল বোধহয় এটাই। কাতার বিশ্বকাপে যে দল দল সবচেয়ে ভাল খেলছে, যাদের স্ট্রাইকাররা সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন, সেই ২ দলই ফাইনাল খেলছে। ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা আগেই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছিল। বুধবার রাতে দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সও ফাইনালে পৌঁছে গেল। পরপর ২ বার বিশ্বজয়ের হাতছানি কিলিয়ান এমবাপে-অলিভিয়ের জিরুদের সামনে। অন্যদিকে, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে দলকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোর চ্যালেঞ্জ লিওনেল মেসির।
Read more Articles on