১৮ তারিখের ম্যাচের ফলাফল তো কোনও ভাবেই আপামোর ফুটবল প্রেমীদের মনে মেসির জায়গা বদলে দিতে পারবে না। মেসির ইন্টারভিউ নিয়তে গিয়ে আবেগঘন গলায় সেই কথাই আবার বললেন আর্জেন্টিনীয় রিপোর্টার।
আর মাত্র ৯০ মিনিট, দেশের জার্সিতে ১৮ তারিখ বিশ্বকাপের ফাইনালে মেসির 'ওয়ান লাস্ট ডান্স' দেখবে ফুটবল বিশ্ব। তারপর আর আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না লিওনেল মেসিকে। পরবর্তী বিশ্বকাপে আর দেখা যাবে না মেসির বাঁ পায়ের জাদু। সেমি ফাইনালে জয়ের পর নিজেই এককথা জানিয়েছেন তিনি। ২০১৮ সালের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তিনি। তবে পরে মত বদলে ফিরে আসেন। লক্ষ্য ছিল কোপা আমেরিকা ও বিশ্বকাপে দেশকে কাপ এনে দেওয়া। কোপা আমেরিকায় স্বপ্ন পূরণ হয়েছে। বাকি শুধু কাপ জয়। ৩৬ বছরের গ্লানি মুছে দিয়ে শেষ ম্যাচে লিও কি পারবে গোটা আর্জেন্টিনার যন্ত্রণা ভোলাতে? তবে এই ম্যাচ কখনও মেসির মাপকাঠি নয়। ১৮ তারিখের ম্যাচের ফলাফল তো কোনও ভাবেই আপামোর ফুটবল প্রেমীদের মনে মেসির জায়গা বদলে দিতে পারবে না। মেসির ইন্টারভিউ নিয়তে গিয়ে আবেগঘন গলায় সেই কথাই আবার বললেন আর্জেন্টিনীয় রিপোর্টার।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়ের পর মেসির সাক্ষাৎকার নিতে গিয়ে গলা ধরে এল সাংবাদিকেও। আবেগঘন গলায় শেষে একটাই কথা বললেন তিনি,'ফলাফল যাই হোক না কেন, মেসির জায়গা কেউ কেড়ে নিতে পারবে না।' আর মাত্র একটা ম্যাচ। তাঁরপরই আর্ন্তজাতিক ফুটবল থেকে বিদায় মেসির। সেমিফাইনালের পর মেসির সাক্ষাৎকার নিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না আর্জেন্টিনীয় সাংবাদিক। সাক্ষাৎকার শেষে তিনি বললেন,'আমি একটাই কথা বলতে চাই, এটা কোনও প্রশ্ন নয়। আমি শেষে আপনাকে শুধু একটাই কথা বলব, বিশ্বকাপ ফাইনাল আসছে, এবং আমরা সবাই চাই কাপ আর্জেন্টিনার হাতেই আসুক। কিন্তু ফলাফল যাই হোক না কেন মেসির জায়গার কোনও পরিবর্তন হবে না। আর্জেন্টিনায় এমন কোন বাচ্চা নেই যার কাছে আপনার টিম ফ্ল্যানেল নেই, সেটা নকল, আসল বা তৈরি করা হোক। ফুটবল বিশ্বে আপনার যা অবদান তা যে কোনও বিশ্বকাপ জয়ের থেকে অনেক বড়।' তিনি আরও সংযোজন করেন,'আপনি নিজের গোটা কেরিয়ারে সারা বিশ্বের সমর্থকদের যে আনন্দ দিয়েছেন, তার জন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। ফলাফল যাই হোক না কেন আপনার প্রতি সমর্থকদের ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না।
১৮ ডিসেম্বরই দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিও মেসি। ২০২৬-এর বিশ্বকাপে আর দেখা যাবে না মেসির বাঁ পায়ের জাদু। চলতি বিশ্বকাপেই মেসির বয়স ৩৫। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ৩৯ কোটায় মেসি। এই বয়সে এসে বিপক্ষের কড়া মার্কিংয়ের চাপ নেওয়া সত্যিই কঠিন হয়ে যায়। তাই বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই বিষয় জানিয়েছিলেন মেসি। মঙ্গলবার রাতে সেমি ফাইনালে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া ক্রোয়েশিয়া। ৩-০ গোলে সহজ জয় পেল আর্জেন্টিনা। ৩৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি। এরপর ৩৯ মিনিটের মাথায় নিজেদের অর্ধ থেকে বল টেনে নিয়ে বিপক্ষের একাধিক ডিফেন্ডার ও গোলকিপারকে টপকে অসাধারণ গোল করেন জুলিয়ান আলভারেজ। এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল করলেন আলভারেজ। তিনিই ৬৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান। প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও তিনি নিজে গোল করেছেন, সতীর্থ অ্যালভারেজকে দিয়ে গোল করিয়েছেন। জয়ের লক্ষ্যে আর মাত্র একটা ধাপ বাকি। শেষ বিশ্বকাপে কি দেশকে কাপ এনে দিতে পারবে মেসি?
আরও পড়ুন -
১৮ তারিখই দেশের জার্সিতে শেষ ম্যাচ লিও-র, সেমিফাইনালের রাতেই অবসর ঘোষণা মেসির
এমবাপের সঙ্গে লড়াই, কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি