সদ্য টি-২০ বিশ্বকাপ বিশ্বকাপ শেষ হল। এবার কাতারে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনায় মেতে উঠতে তৈরি।
ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা এবারের বিশ্বকাপ ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির লড়াই দেখতে চাইছেন। তিনি জানিয়েছেন, এটাই তাঁর কাছে স্বপ্নের ফাইনাল। তিনি চান কাতারে ফাইনালে উঠুক আর্জেন্টিনা ও পর্তুগাল। এ বিষয়ে প্রজ্ঞান বলেছেন, 'আমি কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে যাচ্ছি। আমি পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ দেখব। এর কারণ একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমন নয় যে আমি ওঁর বড় ভক্ত। আমি শুধু ওঁর খেলা সরাসরি গ্যালারিতে বসে দেখতে চাই। আমি ফুটবল খুব একটা দেখি না। তবে আমাকে যদি বেছে নিতে হয়, তাহলে আমি চাই বিশ্বকাপ ফাইনালে মেসির সঙ্গে রোনাল্ডোর লড়াই হোক। আমি চাই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে পর্তুগালের খেলা হোক। এটাই আমার কাছে স্বপ্নের ফাইনাল।' প্রজ্ঞান একা নন, সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী বিশ্বকাপ ফাইনালে মেসি-রোনাল্ডোর লড়াই দেখতে চাইছেন। গ্রুপ সি-তে আর্জেন্টিনার সঙ্গে আছেন মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। গ্রুপ এইচ-এ আছে পর্তুগাল। এই গ্রুপের বাকি তিন দল হল উরুগুয়ে, ঘানা ও দক্ষিণ কোরিয়া।
মেসি ও রোনাল্ডো গত দেড় দশক ধরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাঁদের মধ্যে সেরার লড়াই চলছে। কিন্তু এই দুই ফুটবলারই এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি। মেসি ও রোনাল্ডো দু'জনই এবার পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন। রোনাল্ডো তাঁর দেশকে একবার ইউরো কাপ চ্যাম্পিয়ন করেছেন। মেসিও সমালোচকদের জবাব দিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন। কিন্তু অন্তত বিশ্বকাপ জিততে না পারলে তাঁদের ফুটবলার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। সম্প্রতি ব্রাজিলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সুপার কম্পিউটারের গণনায় দেখা গিয়েছে, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-পর্তুগাল লড়াই হতে পারে। এই খবরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
আর্জেন্টিনা এখনও পর্যন্ত দু'বার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮ সালে এবং ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছে লাতিন আমেরিকার দেশটি। তারপর অবশ্য এখনও পর্যন্ত আর একবারও বিশ্বকাপ জিততে পারেননি মেসিরা। ২০১৪ সালে তাঁরা বিশ্বকাপ ফাইনালে উঠেছিলেন। কিন্তু সেবার তাঁরা ফাইনালে জার্মানির কাছে হেরে যান। পর্তুগাল অবশ্য এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছিল পর্তুগাল। সেটাই বিশ্বকাপে পর্তুগিজদের সেরা ফল। এটাই হয়তো মেসি ও রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। খেলা ছাড়ার আগে তাঁরা বিশ্বকাপ জিততে চান।
আরও পড়ুন-
কাতারকে দায়িত্ব দেওয়াই ভুল হয়েছে, দাবি জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়কের
সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য কাতারের বিশ্বকাপ দূতের, মাঝপথে বন্ধ সাংবাদিক বৈঠক
কলকাতা ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের