৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে মারাদোনাকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যে মেসি

২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। ৩২টি দলই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। লিওনেল মেসিও আর্জেন্টিনার সতীর্থদের সঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Web Desk - ANB | Published : Nov 12, 2022 5:37 AM IST

১৯৮৬ সালে মেক্সিকোয় যখন দিয়েগো মারাদোনা জীবনের সেরা ফুটবল খেলছিলেন, তখন লিওনেল মেসির জন্ম হয়নি। জন্ম হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেননি মেসি। তিনি নিজে চারবার বিশ্বকাপ খেলে একবারও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ২০১৪ সালে ব্রাজিলে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেবার জার্মানির কাছে ০-১ গোলে হেরে রানার্স হতে হয়। এবার কাতারে হয়তো জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন দেড় দশক ধরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। নিজের পঞ্চম বিশ্বকাপে কি আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করতে পারবেন মেসি? কিছুদিন আগে পর্যন্ত বলা হত, বার্সেলোনার হয়ে যতটা ভাল খেলেন, দেশের হয়ে ততটা ভাল খেলেন না। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন 'এল এম টেন'। এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য। ক্লাব ফুটবলে যত ট্রফি জেতা সম্ভব, সবই রয়েছে তাঁর মুকুটে। খেলা ছাড়ার আগে অন্তত একবার বিশ্বকাপ জিততে না পারলে তাঁর সাফল্যে মোড়া ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যাবে। সেই কারণেই সারা বিশ্বের মেসিভক্তরা চাইছেন, এবার অন্তত তাঁদের প্রিয় ফুটবলারের হাতে বিশ্বকাপ উঠুক।

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ জনের দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। চোট পাওয়ার পর ৯ অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা স্ট্রাইকার পাওলো ডিবালাকে দলে রাখা হয়েছে। অ্যাঞ্জেল ডি মারিয়াও দলে আছেন। নেতৃত্বে থাকবেন মেসিই। দলে রাখা হয়েছে তিনজন গোলকিপারকে। তাঁরা হলেন অ্যাস্টন ভিলার এলিমিয়ানো মার্টিনেজ, রিভারপ্লেটের ফ্র্যাঙ্কো আরমানি ও ভিলারিয়ালের জিরোনিমো রুলি। ডিফেন্ডারদের মধ্যে দলে রাখা হয়েছে সেভিয়ার গঞ্জালো মন্টিয়েল, অ্যাটলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা, রিয়াল বেটিসের জার্মান পেজেল্লা, টটেনহ্যাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো, বেনফিকার নিকোলাস ওটামেন্ডি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লিজান্দ্রো মার্টিনেজ, ভিলারিয়ালের হুয়ান ফয়েথ, অলিম্পিক লিওনাইসের নিকোলাস ট্যাগলিয়াফিকো ও সেভিয়ার মার্কোস অ্যাকুনাকে। মিডফিল্ডারদের মধ্যে আছেন জুভেন্টাসের লিয়ান্দ্রো পারেডেস, রিয়াল বেটিসের গুইডো রডরিগেজ, বেনফিকার এনজো ফার্নান্ডেজ, অ্যাটলেটিকো মাদ্রিদের রডরিগো ডে পল, বেয়ার লেভারকুসেনের এক্সিকুয়েল প্যালাসিওস, সেভিয়ার আলেজান্দ্রো গোমেজ ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফরোয়ার্ডদের মধ্যে আছেন এ এস রোমার ডিবালা, প্যারিস সাঁ জা-র মেসি, জুভেন্টাসের ডি মারিয়া, ফিওরেন্টিনার নিকোলাস গঞ্জালেজ, ইন্টার মিলানের জোয়াকুইন কোরিয়া, ইন্টার মিলানের লটারো মার্টিনেজ ও ম্যাঞ্জেস্টার সিটির জুলিয়ান আলভারেজ।

Latest Videos

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন মারাদোনা। সেবার তাঁর দল কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে চার গোল খায়। এবার দলকে চ্যাম্পিয়ন করে প্রয়াত অধিনায়ক ও কোচকে শ্রদ্ধা জানানোই মেসির লক্ষ্য। তারই প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনার বর্তমান ১০ নম্বর জার্সিধারী।

আরও পড়ুন-

কাতারে বিশ্বকাপে ফেভারিট ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, মত প্রাক্তন তারকা কাকার

চোট পেয়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেনেগালের তারকা সাদিও মানে

ফুটবল ম্যাচে ১০ জনকে লাল কার্ড দেখালেন রেফারি! নির্ধারিত সময়ের আগেই শেষ খেলা

কলকাতা ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়