আই লিগ থেকেই বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড বেশ ভাল। আইএসএল-এও লাল-হলুদের সেই সাফল্যের ধারা অব্যাহত।
রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পর টেলিভিশন ক্যামেরা গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকদের ধরল। দেখা গেল, বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের চোখে জল। হবে না-ই বা কেন! আইএসএল-এ তো লাল-হলুদের সাফল্য সেভাবে নেই। কলকাতা ডার্বি হারের পর চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধেও হারতে হয়। দলের মনোবল তলানিতে, সমর্থকরাও হতাশ। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য দরকার ছিল একটা জয়। সেটা এল অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির-র বিরুদ্ধে। তারপরেই লাল-হলুদ জনতার চোখে আনন্দাশ্রু দেখা গেল। তাঁদের আশা, এবার দল ঘুরে দাঁড়াবে এবং পরপর জয় পাবে। এদিনের জয়ের পর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। এরপর ১৮ নভেম্বর কলকাতায় ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলবেন ভিপি সুহের, লিমারা। সেই ম্যাচ জিততে পারলে লিগ টেবলে ভাল জায়গায় চলে যাবে ইস্টবেঙ্গল। কলকাতায় ফিরে ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করবেন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।
এদিন ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দু'দলই সেভাবে ওপেন চান্স পায়নি। তবে দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। তারই ফলে বেঙ্গালুরু রক্ষণের উপর চাপ বাড়তে থাকে। এরই সুবাদে গোল আসে। ওয়াংজামের কাছে থেকে বল কেড়ে নিয়ে ক্লেটন সিলভাকে চামচে করে আইসক্রিম তুলে দেওয়ার মতো গোলের ঠিকানা লেখা পাস দেন নাওরেম মহেশ সিং। গোল করতে ভুল করেননি ক্লেটন। ৬৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এর কিছুক্ষণ পরেই নিজের দ্বিতীয় গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ক্লেটন। নিজেদের বক্সের বাইরে থেকে সন্দেশ ঝিঙ্গানদের মাথা টপকে ফাঁকায় ক্লেটনকে থ্রু দেন সেম্বোই হাওকিপ। বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এগিয়ে আছেন দেখে তাঁর মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন ইস্টবেঙ্গলের ১০ নম্বর জার্সিধারী। কিন্তু বলটি গোলের অনেক উপর দিয়ে বাইরে চলে যায়। হোম ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে যান সুনীল ছেত্রী, রয় কৃষ্ণরা। কিন্তু তাঁদের আটকে দেন কমলজিৎ, ইভান গঞ্জালেজ, জেরিরা। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ থেকেই ভাল খেলছেন মহেশ। বেঙ্গালুরুর বিরুদ্ধেও দারুণ পারফরম্যান্স দেখালেন তিনি। হাওকিপও ভাল খেললেন।
এদিন ঘরের মাঠে হারের ফলে লিগ টেবলে ৯ নম্বরে নেমে গেল বেঙ্গালুরু। সুনীল-গুরপ্রীতদের ৫ ম্যাচে ৪ পয়েন্ট। তাঁরা এরপর ১৭ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবেন।
আরও পড়ুন-
কাতারে বিশ্বকাপে ফেভারিট ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, মত প্রাক্তন তারকা কাকার
শেষমুহূর্তের গোলে নর্থ-ইস্টের বিরুদ্ধে জয়, লিগ টেবলে ২ নম্বরে এটিকে মোহনবাগান
কলকাতা ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের