সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে পারেন নেইমার, ইঙ্গিত চিকিৎসকের

গ্রুপ জি-র শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গিয়েছে ব্রাজিল। নক-আউটে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। এই ম্যাচে নেইমারকে খেলানোর চেষ্টা করছে ব্রাজিল শিবির।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখায় ব্রাজিল দল। কিন্তু সেই ম্যাচেই গোড়ালিতে চোট পান নেইমার ও ড্যানিলো। এই ২ ফুটবলার গ্রুপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারেননি। তবে নক-আউটে দলে ফিরতে পারেনি নেইমার। এমনই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো ল্যাসমার। তিনি জানিয়েছেন, 'নেইমারের গোড়ালিতে চোট রয়েছে। কোমরে চোট পেয়েছে অ্যালেক্স স্যান্ড্রো। তবে ওরা সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে পারে। ওদের চিকিৎসা করা হচ্ছে। ওদের চোট কেমন থাকে, সেটা দেখতে হবে। ওরা এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেনি। তবে ওরা নক-আউট ম্যাচের আগের দিন বল নিয়ে অনুশীলন করবে। ওরা বল নিয়ে অনুশীলন করার সময় কেমন থাকে, সেটা দেখা জরুরি। তারপরেই ওদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ড্যানিলোও নক-আউটে দলে ফিরতে পারে। আমাদের দলের একাধিক ফুটবলারেরই চোট আছে। ওদের সবাইকে যত দ্রুত সম্ভব ফিট করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।'

এর আগে নেইমার ও ড্যানিলো চোট পাওয়ার পর ব্রাজিল দলের চিকিৎসক জানান, 'নেইমার ও ড্যানিলোর এমআরআই হয়েছে। ওরা পরের ম্যাচে খেলতে পারবে না। ওদের ২ জনেরই লিগামেন্টে চোট রয়েছে। ওদের গোড়ালির অবস্থা বিশেষ ভাল নয়। ওরা যাতে আবার এই বিশ্বকাপে খেলতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। ওদের চিকিৎসার মাধ্যমে ফিট করে তুলতে হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। নেইমারদের চোট নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করা চলবে না। আমাদের ধৈর্য ধরতে হবে। রোজ ওদের অবস্থা খতিয়ে দেখতে হবে। ওদের চোটের কতটা উন্নতি হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে।'

Latest Videos

এরপর সুইৎজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে খেলেননি নেইমার ও ড্যানিলো। নক-আউটের আগে শোনা যায়, নেইমার হয়তো এবারের বিশ্বকাপে আর কোনও ম্যাচেই খেলতে পারবেন না। কিন্তু এদিন ব্রাজিলের চিকিৎসক ইঙ্গিত দিলেন, নেইমার দলে ফিরতে পারেন।

তবে শুধু নেইমারই নন, চোট পেয়েছে গ্যাব্রিয়েল জেসুস, অ্যালেক্স টেলসও। তাঁদের ডান হাঁটুতে চোট রয়েছে। তাঁরা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। রবিবার তাঁদের শারীরিক পরীক্ষা করা হবে। তারপরেই বলা সম্ভব হবে তাঁরা সোমবার খেলতে পারবেন কি না, এমনই জানিয়েছেন ব্রাজিলের চিকিৎসক। 

নক-আউটে নেইমারকে দরকার ব্রাজিলের। সুইৎজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে খুব একটা ভাল খেলতে পারেনি ব্রাজিল। নেইমার দলে ফিরলে হয়তো ছন্দে ফিরবে ব্রাজিল।

আরও পড়ুন-

নক-আউটে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে পোল্যান্ড, আত্মবিশ্বাসী এমবাপেরা

বিশ্বকাপের ফাইনালে কি মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ঐতিহাসিক এই ম্যাচের বাস্তবায়নের সম্ভাবনা কতটা? দেখে নিন

নক-আউটে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জয় পেতে তৈরি মেসিরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন