নক-আউটে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জয় পেতে তৈরি মেসিরা

প্রি-কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সকারুজদের বিরুদ্ধে লিওনেল মেসিদের জয় পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। লিওনেল মেসিরা দুর্দান্ত ছন্দে আছেন। 

Share this Video

লিজান্দ্রো মার্টিনেজ প্রথম একাদশে সুযোগ পাওয়ার পর থেকেই আর্জেন্টিনার রক্ষণকে বেশ শক্তপোক্ত লাগছে। লিজান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ওটামেন্ডি সেন্টার-ব্যাক পজিশনে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁরা দলকে ভরসা দিচ্ছেন। ২ উইংব্যাক নিকোলাস ট্যাগলিয়াফিকো ও মার্কোস অ্যাকুনাও বেশ ভাল খেলছেন। ফলে রক্ষণ নিয়ে স্কালোনির কোনও চিন্তা নেই। মাঝমাঠে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এনজো ফার্নান্ডেজ, অ্য়ালেক্সিক ম্যাক অ্যালিস্টার ও রডরিগো ড পল। আক্রমণে মেসির পাশে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও লটারো মার্টিনেজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দলে কোনও বদল আনছেন না আর্জেন্টিনার কোচ। 

Related Video