শোয়েব ব্যস্ত লঙ্কা প্রিমিয়ার লিগে, বিশ্বকাপ সেমি ফাইনালে গ্যালারিতে সানিয়া

শোয়েব আখতারের সঙ্গে সম্পর্কের অবনতি, বিবাহ বিচ্ছেদ নিয়ে যতই গুঞ্জন চলুক না কেন, সানিয়া মির্জা নিজের মেজাজেই আছেন। তাঁর জীবনযাপনে কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না।

বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত সারা বিশ্বের মানুষ। শুধু ফুটবলপ্রেমীরাই নন, সমাজের অন্যান্য ক্ষেত্রের লোকজনও বিশ্বকাপ নিয়ে উত্তেজিত। তাঁদেরই একজন টেনিস তারকা সানিয়া মির্জা। তিনিও বিশ্বকাপ দেখতে গিয়েছেন। বিশ্বকাপের সেমি ফাইনালে গ্যালারিতে ছিলেন সানিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। সানিয়া লিখেছেন, 'অবিশ্বাস্য পরিবেশ ও অভিজ্ঞতা। বিশ্বকাপের জন্য দুবাই থেকে দোহা গিয়েছিলাম। স্বল্প কিন্তু সুন্দর ভ্রমণ হল।' সানিয়ার সঙ্গে বিশ্বকাপ সেমি ফাইনাল দেখতে দুবাই থেকে দোহা যান বোন আনম মির্জা, অভিনেত্রী শানায়া কাপুর ও অনন্যা পাণ্ডে। আল-মাহা দ্বীপে সঞ্জয় কাপুর, আদিত্য রায় কাপুর, অনন্যা, চাঙ্কি পাণ্ডের সঙ্গে নৈশভোজ সারতেও দেখা যায় সানিয়াকে। দুবাইয়ে নিজের অ্যাকাডেমি চালান সানিয়া। সেই কারণে তাঁকে সেখানে থাকতে হয়। অ্যাকাডেমেরি কাজকর্ম পরিচালনা করার ফাঁকেই বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন সানিয়া। বাকিদের মতো তিনিও বিশ্বকাপের সেমি ফাইনাল উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেনিস-সুন্দরী।

 

Latest Videos

 

পাকিস্তানের এক মডেলের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতার জেরেই সানিয়ার সঙ্গে শোয়েবের সম্পর্কের অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সম্প্রতি মুখ খুলেছেন শোয়েব। তিনি বলেছেন, এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। সানিয়া এখনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

শোয়েব এখন লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম শোয়েবকে তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিল। শোয়েব বলেছেন, 'এটা আমাদের ব্যাপার। আমি বা আমার স্ত্রী এ বিষয়ে কোনও প্রশ্নের জবাব দিচ্ছি না। আমাদেরই ব্যাপারটা দেখতে দিন। আপনাদের মাথা ঘামাতে হবে না।'

সানিয়া ও শোয়েব বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। সানিয়া নিজের অ্যাকাডেমির কাজকর্ম নিয়ে দুবাইয়ে থাকেন। শোয়েব টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগ না পেলেও, এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে শোয়েব জানান, তিনি সানিয়ার অ্যাকাডেমির ঠিকানা জানেন না। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক না কেন, সানিয়া ও শোয়েব পাকিস্তানের একটি ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে শো করার কথা ঘোষণা করেছেন। সবমিলিয়ে এই ক্রীড়াবিদ দম্পতিকে নিয়ে জল্পনা অব্যাহত। শোয়েব অবশ্য বুঝিয়ে দিয়েছেন, তিনি এই আলোচনায় বিরক্ত। সানিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে কোনওরকম চর্চা চান না তিনি।

আরও পড়ুন-

মেসির বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ করতে দেব না, হুঁশিয়ারি অলিভিয়ের জিরুর

ফিট হয়ে উঠেছেন, বিশ্বকাপ ফাইনালের আগে ফ্রান্স দলে ফিরতে পারেন করিম বেঞ্জেমা

লড়াই করেও হার মরক্কোর, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সামনে ফ্রান্স

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today